প্রকাশিত: ২৮ জানুয়ারী, ২০২৬ ০৮:৫০:৪২
নিজস্ব প্রতিনিধিঃ
টাঙ্গাইলে জামায়াতের নির্বাচনী প্রচারণাতে বিএনপির হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নে এই ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, অর্জুনা ইউনিয়নে জামায়াতের এমপি প্রার্থী হুমায়ুন কবিরের পক্ষে ভোট চাইতে গেলে উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম ও অর্জুনা ইউনিয়ন সভাপতি মাওলানা নুরুল ইসলাম এর উপর বিএনপি নেতা নেয়ামত মাস্টারের নেতৃত্বে ৩০-৩৫ জন মিলে হামলা করেন। এরপরে তারা ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার জন্য মব সৃষ্টি করে হট্টগোল পাকিয়ে হামলাকে নিজেদের লোকদের পকেট থেকে টাকা পয়সা বের করে ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া হয় এবং বিভিন্ন মিডিয়া হাউজে পাঠানো হয়। এ সময় বিএনপির নেতা-কর্মীরা জামায়াতের নেতা-কর্মীদের আটক করে রাখেন। পরে স্থানীয় প্রশাসন গিয়ে তাদের উদ্ধার করেন।
বিকেলে উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম এ বিষয়ে ভূঞাপুর থানায় অভিযোগ দায়ের করেন।
এই ঘটনার পরপরই বিকেলে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূঞাপুর উপজেলা শাখা। সেখানে উপজেলা জামায়াতের আমীর আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আজ বিকেলে আমাদের ভাইয়েরা অর্জুনা ইউনিয়নে নির্বাচনী প্রচার কাজ করতে যান। সেখানে বিএনপি নেতা নেয়ামত মাস্টারের নেতৃত্বে উনাদের ওপর হামলা করা হয়। এই হামলার ঘটনাটি ধামাচাপা দিতে গিয়ে বিএনপি নেতা-কর্মীরা নিজেদের পকেট থেকে টাকা বের করে সেটা জামায়াতের নেতা-কর্মীরা দিয়েছে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন। আমরা এই ঘটনার নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে এই ঘটনার বিচার চাই।’
এ বিষয়ে জানার জন্য বিএনপি নেতা নেয়ামত মাস্টারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এই বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান বলেন, ‘ঘটনা শুনে আমাদের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
টাঙ্গাইলে জামায়াতের নির্বাচনী প্রচারণাতে বিএনপির হামলা
এমন নেতা আমরা বেছে নেব, যাদের হাতে দেশ ও জাতি নিরাপদ : জামায়াত আমিরের স্ত্রী
ইবিতে নিয়োগ ঠেকাতে বিভাগীয় সভাপতিকে ‘অপহরণ’ ছাত্রদল আহ্বায়কের
ইসরাইলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
ঠাকুরগাঁওয়ে জামায়াত প্রার্থীর বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ ও বিক্ষোভ মিছিল
অতীতে আমাদের সঙ্গে যা হয়েছে, সব মাফ করে দিয়েছি: জামায়াত আমির
কুমিল্লায় আমিরের সমাবেশ ঘিরে জামায়াতের ব্যাপক প্রস্তুতি
পুতুলকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, জেলা বিএনপির সদস্যকে স্থায়ী বহিষ্কার
পাবনা প্রেসক্লাবে পিআইবির প্রশিক্ষণ কর্মশালায় বিএনপি প্রার্থীর প্রচারণা
চট্টগ্রাম ২ আসনে হাইকোর্টে প্রার্থীতা ফিরে পেলেন বিএনপির সারোয়ার সরোয়ার আলমগীর।