প্রকাশিত: ০৮ ডিসেম্বর, ২০২৫ ০৪:৫১:০৯ || পরিবর্তিত: ০৮ ডিসেম্বর, ২০২৫ ০৪:৫১:০৯
প্রজম্ম ডেস্ক:
নরসিংদীর রায়পুরার দুর্গম চরাঞ্চল নিলক্ষ্যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মামুন মিয়া (২৫) নামে এক কুয়েত প্রবাসী নিহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নিলক্ষ্যার দড়িগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। কুয়েত প্রবাসী মামুন মিয়া একই এলাকার আব্দুল আউয়ালের ছেলে। তিনি গত মাসে ছুটিতে দেশে আসেন।
আহতদের মধ্যে মামুনের বাবা আব্দুল আউয়াল মিয়া (৫৫) এবং পরশ মিয়া (৪৫) নামে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নিলক্ষ্যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রয়াত শহিদ মেম্বার গ্রুপ ও ফেলু মিয়া গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। সোমবার সকালে স্থানীয় হরিপুর বাজারে ফেলু মিয়ার নাতিন জামাই কুয়েত প্রবাসী মামুন মিয়ার সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ায় প্রতিপক্ষের লোকজন। এসময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে মামুনসহ কয়েকজন আহত হন। পরে আহতদের মধ্যে তিনজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একজন নিহত হওয়ার খবর শুনেছি। পুরোপুরি তথ্য সংগ্রহ করে পরে বিস্তারিত জানানো হবে।
কেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় হামলা চালাল ?
হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইন উপদেষ্টা
ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা
গাজীপুরে বিএনপি প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
চাকসু ভিপিকে মারতে তেড়ে আসলেন ছাত্রদল সভাপতি
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর
বিজয় দিবসে জবি শিবিরের ব্যতিক্রমী নৌ র্যালি
চরফ্যাশনে জামায়াত কর্মীদের ওপর বিএনপির হামলা, আহত অর্ধশতাধিক
স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তাকে পদত্যাগের আল্টিমেটাম ডাকসু ভিপির