প্রকাশিত: ২৭ জানুয়ারী, ২০২৬ ০৭:৩৩:৪৬
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ছাত্রদলের সহ-সভাপতি মো. আখিল আহমেদের বিরুদ্ধে এক ক্যাম্পাস সাংবাদিকের মানিব্যাগ বাজেয়াপ্ত করার অভিযোগ উঠেছে।
হলের সিসিটিভি ফুটেজে ঘটনাটি ধরা পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সহ-সভাপতি সুজন চন্দ্র দাশ গত ২৫ জানুয়ারি জননেতা আব্দুল মান্নান হলের ডাইনিংয়ে খাবার খেতে গেলে অসাবধানতাবশত তার মানিব্যাগটি পকেট থেকে পড়ে যায়। পরে তিনি মানিব্যাগটি খুঁজে না পেয়ে আশপাশের শিক্ষার্থীদের জিজ্ঞাসা করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদলের সহসভাপতি মো. আখিল আহমেদের কাছে মানিব্যাগটির বিষয়ে জানতে চাইলে তিনি তা পাওয়ার কথা অস্বীকার করেন। পরবর্তীতে ২৭ জানুয়ারি হল কর্তৃপক্ষের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে দেখা যায়, মো. আখিল আহমেদ মানিব্যাগটি তুলে নিচ্ছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর চাপ প্রয়োগ করলে তিনি মানিব্যাগটি ফেরত দেন বলে জানা গেছে।
এ বিষয়ে অভিযুক্ত মো. আখিল আহমেদ বলেন, 'এটা দুইদিন আগের ঘটনা। আমি মানিব্যাগটা পেয়েছি এবং গতকালকেই মানিব্যাগটা ফেরত দিয়েছি। আমি একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত আছি বলে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।'
ইবিতে নিয়োগ ঠেকাতে বিভাগীয় সভাপতিকে ‘অপহরণ’ ছাত্রদল আহ্বায়কের
বহিস্কার থেকেও পরীক্ষায় অংশ নিচ্ছেন ছাত্রদল নেতা
সাংবাদিকের মানিব্যাগ নিল ছাত্রদল সহসভাপতি, ধরা পড়লো সিসিটিভিতে
পাবনা প্রেসক্লাবে পিআইবির প্রশিক্ষণ কর্মশালায় বিএনপি প্রার্থীর প্রচারণা
কেরাণীগঞ্জে সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতার ৩ শতাধিক কর্মী নিয়ে জামায়াতে যোগদান
নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন ডা. তাসনিম জারা
শাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
বিশ্বকাপ ইস্যুতে খেলোয়াড়দের সঙ্গে বৈঠকে বসবেন ক্রীড়া উপদেষ্টা