প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫ ০৪:২৪:২৭
প্রজম্ম ডেস্ক:
আহত নেতা-কর্মীদেরকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেয়ার পথে পুনরায় বিএনপি নেতা-কর্মীরা তাদের ওপরে হামলা করে।
ভোলার চরফ্যাশনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার নির্বাচনী প্রচারণায় বিএনপি নেতা-কর্মীদের হামলার ঘটনা ঘটেছে। হামলায় জামায়াতের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১ টায় এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, জামায়াতে ইসলামের কর্মীরা উপজেলার জিন্নাঘড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে দাঁড়িপাল্লা মার্কার প্রচারণায় গেলে বিএনপি নেতা-কর্মীরা তাদের ওপরে এ হামলা করে। হামলায় জিননগড় ইউনিয়নের জামায়াতের আমিরসহ অর্ধশত নেতা-কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে সাত-আটজনের অবস্থা গুরুতর। আহত নেতা-কর্মীদেরকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেয়ার পথে পুনরায় বিএনপি নেতা-কর্মীরা তাদের ওপরে হামলা করে।
এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মীর শরীফ হুসাইন। তিনি বলেন, ‘বিএনপি জাতীয় নির্বাচনে পরাজয় নিশ্চিত ভেবে জামায়াতের নেতা-কর্মীদের ওপরে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে।’
তিনি এ হামলাকারীদেরকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।
চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ জানান, ‘হামলার ঘটনা ঘটেছে বলে আমি শুনেছি। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
প্রজম্ম নিউজ২৪
গাজীপুরে বিএনপি প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
চাকসু ভিপিকে মারতে তেড়ে আসলেন ছাত্রদল সভাপতি
চরফ্যাশনে জামায়াত কর্মীদের ওপর বিএনপির হামলা, আহত অর্ধশতাধিক
স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তাকে পদত্যাগের আল্টিমেটাম ডাকসু ভিপির
লন্ডনে তারেক রহমানের জনসভা মঙ্গলবার
হাদিকে দেখতে গিয়ে ঢামেকে তোপের মুখে মির্জা আব্বাস
সর্বক্ষণ নজরদারিতে ছিলেন ওসমান হাদি
তফসিল ঘোষণা করায় ইসিকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা