বালিয়াডাঙ্গীর আধার বাজারের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন ভটভটি উল্টে চালকসহ গুরুতর আহত ৭ জন।

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৫ ০৪:০৭:১৪

বালিয়াডাঙ্গীর আধার বাজারের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন ভটভটি উল্টে চালকসহ গুরুতর আহত ৭ জন।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন গাড়ী উল্টে চালকসহ ৭ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টা ৩০ মিনিট বালিয়াডাঙ্গী উপজেলার আধারদীঘী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

আহতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের কান্তিভিটা গ্রামের মরহুম হাসিম উদ্দীনের ছেলে তফিল উদ্দিন (৫৫), দক্ষিণ পাড়িয়া গ্রামের আফসার আলীর ছেলে আকবর আলী (৪০), একই গ্রামের মরহুম সদর আলীর ছেলে জাকির হোসেন (৪৫), ওয়াজেদ আলীর ছেলে আব্দুর রজ্জাক (৩৫) ও মাছখুড়িয়া গ্রামের নুরুল হকের ছেলে আশরাফুল ইসলাম (৪৫)স্থানীয়দের বরাত দিয়ে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত দিবাকর অধিকারী বলেন, আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪ বাজে ৩০মিনিট দিকে বালিয়াডাঙ্গী উপজেলার আধারদীঘি হাটের অদূরে মোড় এলাকার পুকুরের সামনে দ্রুতগামী গরু বোঝায় একটি নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে উল্টে পড়ে।

 

এতে ঘটনাস্থলেই চালকসহ ৭ জন যাত্রী চাপা পরে যান। এলাকাবাসীদের সহযোগিতায় চাপা পরা নছিমন গাড়ী চালকসহ ৭ জনকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে এসে ভর্তি করে। হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বে নিয়োজিত চিকিৎসক আহতদের মধ্যে তফিল উদ্দিনের শারীরিক অবস্থা আশংঙ্খাজনক হওয়ায় তাৎক্ষনিকভাবে তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করে।এলাকাবাসীরা জানান, আহত তফিল উদ্দিনের ডান পা ছুটে গিয়ে প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে তার ৫ ব্যাগ রক্তের প্রয়োজন দেখা দিয়েছে।

 

বিকালে ফাঁকা রাস্তায় বেপরোয়া গতিতে নছিমন চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে এলাকাবাসী।

ওসি তদন্ত দিবাকর অধিকারী জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

 

 

বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি 

 

মোঃ আবু সুফিয়ান বাবু 

 

এ সম্পর্কিত খবর

নাটোর সদর -২ আসনে ৫ হাজারের অধিক মোটরসাইকেল নিয়ে জামায়াতের বিশাল মোটরসাইকেল শোডাউন

সাকিবকে ছাড়িয়ে দেশের সর্বাধিক টেস্ট উইকেট তাইজুলের

ভূমিকম্পে আহতদের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন

ঠাকুরগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান

ঠাকুরগাঁওয়ে পিকআপ–ভ্যানগাড়ি সংঘর্ষে ভ্যানচালক নিহত

ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল

ইসির সংলাপ এখনও ডাক পায়নি জাপা ও ১৪ দল শরিকরা

ড. ইউনূস সরকারের অধীনে এবারের নির্বাচন হবে

শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনী ও পুলিশের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা।

বালিয়াডাঙ্গীর আধার বাজারের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন ভটভটি উল্টে চালকসহ গুরুতর আহত ৭ জন।

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ