প্রকাশিত: ২৯ জানুয়ারী, ২০২৬ ০২:৩১:৪৭
প্রজন্মডেস্ক: বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-১ আসনে নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে। বিএনপি প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের সমর্থক স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার খানের দুই সমর্থককে ছুরি দিয়ে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের দস্তুরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী আব্দুল বাশার খানের সমর্থক রবিন ও আলিফ ব্যানার টানাতে গেলে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের সমর্থক জিহাদ বাধা দেয়। এক পর্যায়ে জিহাদ, রবিন ও আসিফকে চাকু দিয়ে আঘাত করে। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার খান বলেন, জাহাপুর ইউনিয়নের আমার দুই সমর্থক ব্যানার টানাতে যায়। আমার সমর্থকরা যখন মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়কে জাহাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইছাহাক মিয়ার বাড়ির কাছে ব্যানার টানাতে যায় এ সময় তাদের বাধা দেয় বিএনপি সমর্থক জিহাদ। জিহাদ হুমকি দিয়ে বলে, এটা বিএনপির এলাকা। এখানে অন্য কোনো প্রার্থীর প্রচার কিংবা ব্যানার টানানো যাবে না। এরপর কিছুটা দূরে গিয়ে তারা ফুটবলের দুটি ব্যানার টানায়। এ দেখে জিহাদ ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে রবিন ও আরিফকে কুপিয়ে জখম করে। এই যদি হয় তাহলে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে কিভাবে?
এ ব্যাপারে বিএনপি সমর্থক জিহাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম বলেন, এমন কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। আমার সমর্থকরা চাকু মারার রাজনীতি করে না। আবুল বাশার ২০০ কোটি টাকার ঋণগ্রস্ত। তার অনেক পাওনাদার আছে। সেই পাওনাদাররা এসব ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাইজুর রহমান বলেন, এমন একটি ঘটনা শুনে পুলিশ সেখানে গিয়েছিল। তবে কাউকে পাওয়া না যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। পরে শুনেছি যে ছেলেটা চাকু দিয়ে কুপিয়েছে, সে মাদকাসক্ত। কে কার সমর্থক তা আমার জানা নেই। তাছাড়া ব্যানার লাগানোর সময়ই কুপিয়েছে কিনা এটাও জানি না। তবে কুপিয়েছে—এটা সত্য। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে কুপিয়ে জখম
তারেক রহমানকে লাল কার্ড দেখালেন রাবির সিনেট সদস্য ফাহিম রেজা
শেরপুরে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি
ঠাকুরগাঁওয়ে জামায়াত প্রার্থীর বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ ও বিক্ষোভ মিছিল
ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব
ভারতে বিমান বিধ্বস্ত, উপ-মুখ্যমন্ত্রীসহ নিহত ৫
পুতুলকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, জেলা বিএনপির সদস্যকে স্থায়ী বহিষ্কার
রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পড়ে ব্যাংক কর্মচারীর মৃত্যু
সাংবাদিকের মানিব্যাগ নিল ছাত্রদল সহসভাপতি, ধরা পড়লো সিসিটিভিতে
পাবনা প্রেসক্লাবে পিআইবির প্রশিক্ষণ কর্মশালায় বিএনপি প্রার্থীর প্রচারণা