ভারতে ট্রাকের ধাক্কা গ্যাস সিলিন্ডার বোঝাই ট্যাংকারে, ভয়াবহ বিস্ফোরণ

প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৫ ১২:৩৪:১৯

ভারতে ট্রাকের ধাক্কা গ্যাস সিলিন্ডার বোঝাই ট্যাংকারে, ভয়াবহ বিস্ফোরণ

প্রজন্ম ডেস্ক:

ভারতে জয়পুর-আজমের জাতীয় সড়কে উক্ত ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, গ্যাস সিলিন্ডার বোঝাই ট্যাংকারটি দাঁড়িয়ে ছিল। হঠাৎ করে পিছন থেকে এসে ধাক্কা মারে একটি ট্রাক। ফলে, মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় ট্যাংকারে। তার পরেই জোরালো শব্দে একের পর এক বিস্ফোরণ হতে থাকে।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে এলপিজি সিলিন্ডার বোঝাই একটি ট্রাকে এই অগ্নিকাণ্ড ঘটে। 

উক্ত বিস্ফোরণের জেরে জাতীয় সড়কে ৭টি গাড়ি সম্পূর্ণরূপে পুড়ে গেছে। কয়েক কিলোমিটার দূর থেকে শোনা গেছে বিস্ফোরণের শব্দ। 

জয়পুরের আইজি রাহুল প্রকাশ জানিয়েছেন, এই ঘটনায় ট্যাংকারের চালকসহ দুই থেকে তিনজন আহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, অনেক দূর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ঘটনার বেশ কিছু ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

পুলিশ জানিয়েছে, জাতীয় সড়কের ওপর সিলিন্ডার বোঝাই ওই ট্রাকটি ভুল জায়গায় পার্ক করে তার চালক রাস্তার পাশের একটি দোকানে খাবার খেতে যান। সেই সময় পিছন থেকে একটি ট্রাক তাতে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে আগুন ধরে যায় ট্রাকটিতে। মুহূর্তের মধ্যে তা ভয়াবহ আকার ধারন করে। 

জয়পুরের চিফ মেডিক্যাল অফিসার রবি শেখাওয়াত জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনাকরী যানবাহনের চালককে প্রাথমিক চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে।

সূত্র: এনডিটিভি

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই: মির্জা ফখরুল

চাঁদাবাজির অভিযোগ করায় ব্যবসায়ীর বাড়িতে ককটেল হামলা

অবশেষে দুই বছর পর খুলল গাজার আল আজহার বিশ্ববিদ্যালয়

মেলিসার তাণ্ডবে ধ্বংসস্তূপ ক্যারিবীয় অঞ্চল, নিহত অন্তত ২৫

আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা না দিতে আইসিজের নির্দেশ

পটুয়াখালীতে পাইপ ফেটে ছড়িয়ে পড়ে অ্যামোনিয়া গ্যাস, অসুস্থ ২০

২১ ঘণ্টা পরও ধ্বংসস্তূপ থেকে উড়ছে ধোঁয়া 

চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল মালিক ও কর্মচারীর

ফায়ার সেফটি প্ল্যানের আবেদন করা হয়েছে কেবল: ফায়ার সার্ভিস

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ