প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫ ০৩:৫২:২৬
প্রজম্ম ডেস্ক:
নিরাপত্তা বাহিনীর অভিযানে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় ১৩ ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। আলাদা দুটি অভিযানে এই হতাহতের ঘটনা ঘটে। রোববার (১৪ ডিসেম্বর) সেনাবাহিনীর মিডিয়া শাখা এসব তথ্য জানিয়েছে।
ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে বলেছে, ভারতীয় প্রক্সি ফিতনা আল-খাওয়ারিজ ‘সন্ত্রাসীদের’ উপস্থিতি টের পেয়ে মহমান্দ জেলায় একটি গোয়েন্দা ভিত্তিক অপারেশন পরিচালিত হয়।
এতে বলা হয়, ‘অপারেশন পরিচালনার সময়, আমাদের সৈন্যরা কার্যকরভাবে খাওয়ারিজদের বিরুদ্ধে অভিযান চালায় এবং একটি তীব্র গুলি বিনিময়ের পরে, সাত খাওয়ারিজ নিহত হয়।’
অন্যদিকে, বান্নু জেলায় পরিচালিত আরেকটি গোয়েন্দা ভিত্তিক অপারেশনে নিরাপত্তা বাহিনীর হাতে আরও ছয় ‘সন্ত্রাসীকে’ হত্যা করা হয়।
আইএসপিআর জানিয়েছে, অন্য কোনো ‘সন্ত্রাসী’ এখনও সেখানে আছে কিনা তা খুঁজে বের করতে স্যানিটাইজেশন অপারেশন করা হচ্ছে।
২০২১ সালে আফগান তালেবান আফগানিস্তানে ক্ষমতা দখল করার পর থেকে পাকিস্তানে, বিশেষ করে কেপি এবং বেলুচিস্তানের সীমান্তবর্তী প্রদেশে সন্ত্রাসী হামলার তীব্র হয়েছে।
এদিকে, পাকিস্তান অনেক দিন ধরেই আফগান তালেবান শাসনকে তার মাটি ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসীদের হামলা চালানো থেকে বিরত রাখার জন্য আহ্বান জানিয়েছে। যদিও আফগানিস্তান এই অভিযোগ করেছে।
সম্প্রতি এই সমস্যা নিয়ে টানা কয়েক মাস সীমান্তে উত্তেজনা চলে পাকিস্তান আফগানিস্তানের। পরে উভয় পক্ষের বেশ কয়েকজন নিহত হওয়ার পর যুদ্ধবিরতি হয়। কিন্তু এই সমস্যার স্থায়ী সমাধানে কয়েক দফা আলোচনা শুরু হলেও কোনো চূড়ান্ত সমাধান আসেনি।
এদিকে, পররাষ্ট্র দফতরের মুখপাত্র তাহির হুসেন আন্দ্রাবি, ১১ ডিসেম্বর তার সাপ্তাহিক ব্রিফিংয়ের সময়, কাবুলের কাছ থেকে লিখিত আশ্বাসের জন্য ইসলামাবাদের দাবি পুনর্ব্যক্ত করেছেন যে, আফগান ভূখণ্ড সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালানোর জন্য ব্যবহার করার অনুমতি দেবে না।
সূত্র: জিও নিউজ
চাকসু ভিপিকে মারতে তেড়ে আসলেন ছাত্রদল সভাপতি
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
বিজয় দিবসে জবি শিবিরের ব্যতিক্রমী নৌ র্যালি
চরফ্যাশনে জামায়াত কর্মীদের ওপর বিএনপির হামলা, আহত অর্ধশতাধিক
১৬ই ডিসেম্বর ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল
পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে খাইবার পাখতুনখোয়ায় ১৩ জন নিহত