প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৫ ০৩:৩৯:৪৫ || পরিবর্তিত: ১১ ডিসেম্বর, ২০২৫ ০৩:৩৯:৪৫
প্রজম্ম ডেস্ক:
জামায়াতে ইসলামীতে যোগ দেয়ার কারণে ভারতের উগ্র হিন্দুত্ববাদী নেতার কাছ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার দাবি খুলনা-১ আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দীর।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১২টায় খুলনা প্রেসক্লাবে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
লিখিত বক্তব্যে কৃষ্ণ নন্দী বলেন, ভারতে অবস্থানরত বিতর্কিত ওয়ার্ল্ড হিন্দু নেতা শিপন কুমার বসুর মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদ জানাতে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। সে একজন ব্লাকমেইলার, আন্তর্জাতিক চাঁদাবাজ। সে আমার মোবাইল নম্বরে ম্যানেজ করে বিভিন্ন কৌশলে আমার সাথে যোগাযোগ করে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং জীবননাশের হুমকি দিয়ে বলে। আমি হিন্দু হয়ে কেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করে হিন্দু ধর্মকে বিতর্কিত করছি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষ্ণ নন্দী বলেন, ‘আমি জামায়াতে ইসলামীতে থেকে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছি। নির্বাচনের মাঠে সব ধর্মের মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি।’
এ সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে ৩ নভেম্বর খুলনা-১ আসনে প্রার্থী পরিবর্তন করে জামায়াত ইসলামীর পক্ষ থেকে তার নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়। জামায়াতে ইসলামীর ইতিহাসে এবারই প্রথম অন্য ধর্মের কোনো ব্যক্তিকে প্রার্থী ঘোষণা করা হয়, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
কেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় হামলা চালাল ?
হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইন উপদেষ্টা
ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা
গাজীপুরে বিএনপি প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর
বিজয় দিবসে জবি শিবিরের ব্যতিক্রমী নৌ র্যালি
চরফ্যাশনে জামায়াত কর্মীদের ওপর বিএনপির হামলা, আহত অর্ধশতাধিক
স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তাকে পদত্যাগের আল্টিমেটাম ডাকসু ভিপির
পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে খাইবার পাখতুনখোয়ায় ১৩ জন নিহত