ইন্দোনেশিয়ায় স্কুল ধস, মৃতের সংখ্যা ৫৪, নিখোঁজ ১৩

প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৫ ১২:২৮:৪২

ইন্দোনেশিয়ায় স্কুল ধস, মৃতের সংখ্যা ৫৪, নিখোঁজ ১৩

প্রজন্ম ডেস্ক:

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের সিদোয়ারজো শহরে আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলে গত সপ্তাহে উক্ত ঘটনা ঘটে। ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪-এ দাঁড়িয়েছে। উদ্ধারকারীরা এখনও নিখোঁজদের খোঁজে কাজ চালাচ্ছে।

ঘটনা স্থলে উদ্ধারকাজে ক্রেন ব্যবহার করা হচ্ছে এবং সোমবারের মধ্যে সব ধ্বংসস্তূপ সরানোর আশা করা হচ্ছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দুর্ঘটনা গত ২৯ সেপ্টেম্বর দুপুরের নামাজের সময় ঘটে। স্কুলের ভিত্তি ওপরের তলায় চলমান নির্মাণকাজের চাপ সামলাতে না পেরে শতাধিক কিশোর শিক্ষার্থীর ওপর ভেঙে পড়ে।

জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার (বাসার্নাস) অপারেশন ডিরেক্টর যুধি ব্রামান্তিও বলেন, ৫৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপ থেকে নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে। আশা করি আজই উদ্ধারকাজ শেষ করা সম্ভব হবে এবং মরদেহগুলো পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।

ধরণা করা হচ্ছে, নিম্নমানের নির্মাণকাজ এই ধসের প্রধান কারণ হতে পারে।

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ