কেন ব্রাজিলকে হারিয়েও আক্ষেপে পুড়ছেন ক্যামেরুনের কোচ?

প্রকাশিত: ০৩ ডিসেম্বর, ২০২২ ০৩:৩১:৩৫

কেন ব্রাজিলকে হারিয়েও আক্ষেপে পুড়ছেন ক্যামেরুনের কোচ?

অনলাইল ডেস্কঃব্রাজিলকে হারিয়ে নতুন ইতিহাস লিখেছে ক্যামেরুন। আফ্রিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপে ব্রাজিলকে হারানোর কীর্তি গড়েছে তারা। 

তারপরও শেষরক্ষা হয়নি গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে ক্যামেরুনকে। আর সেজন্যেই গর্বের পাশাপাশি অনুতাপও আছে ক্যামেরুনের কোচ রিগোবার্ট সংয়ের।

তিনি বলেন,‘আমি উপলব্ধি করতে পারিনি যে এটা এমন একটা ঐতিহাসিক জয় ছিল। আমরা আফ্রিকার বেশিরভাগ দলের চেয়ে বেশিবার বিশ্বকাপ খেলা দলগুলোর মধ্যে একটা। আর এবার আমরা ব্রাজিলকে হারিয়ে দিয়েছি।’
সুইজারল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শুরু করেছিল ক্যামেরুন। পরের ম্যাচে পিছিয়ে পড়ে তারা ৩-৩ ব্যবধানে ড্র করেছিল সার্বিয়ার সঙ্গে। ওই ম্যাচ দুটিতে ভালো করতে না পারায় হতাশা ব্যক্ত করেন ক্যামেরুন কোচ, ‘আমার খেলোয়াড়দের অভিনন্দন প্রাপ্য। তারা আজ (শুক্রবার) দেখিয়েছে যে তারা আগের দুই ম্যাচে ভালো করতে পারত। আমি মনে করি, আমাদের আক্ষেপের অনুভূতিও হচ্ছে। এখন আমরা উপলব্ধি করছি যে আমরা আরও ভালো করতে পারতাম। তবে আমাদের ইতিবাচক দিকটাও দেখা উচিত।’

ব্রাজিলের বিপক্ষে শিষ্যদের পারফরম্যান্স নিয়ে দারুণ খুশি সং প্রত্যাশা করছেন উজ্জ্বল আগামীর, 'আজকের (শুক্রবার) পারফরম্যান্স নিয়ে আমি সন্তুষ্ট। খুব বেশিদিন হয়নি আমি জাতীয় দলের দায়িত্ব নিয়েছি। আর আমি মনে করি, আমরা সামনে এগোচ্ছি ও উন্নতি করছি। তাই আমি এই দলকে নিয়ে গর্বিত।'


প্রজন্মনিউজ২৪/রাজু

এ সম্পর্কিত খবর

ইউএসএ বাংলা সাহিত্য সম্মেলন-২৪

এক মিনিটেই তাদের বিসিএসের স্বপ্নভঙ্গ

গাজীপুরে চিরকুট লিখে স্বামী-স্ত্র‌ীর আত্নহত্যা

ঘোড়াঘাটে উপজেলা পরিষদ নির্বাচনে চাপমুক্ত আওয়ামী লীগ

ইউএসএ বাংলা সাহিত্য সম্মেলনে আসতে শুরু করেছেন দুই বাংলার কবি সাহিত্যিকগন

মৎস্য মন্ত্রী বলেন দুই ভাই হত্যার জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে

হাবিপ্রবি সংশ্লিষ্ট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাঁচবে হাজারও কোটি টাকার সম্পদ

বশেমুরবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

পঞ্চগড়ে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায়

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ