সিংড়ায় অগ্নিকান্ডে পুড়লো ১২ স্বর্ণের দোকান, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৪ ০৭:৩৯:৩২

সিংড়ায় অগ্নিকান্ডে পুড়লো ১২ স্বর্ণের দোকান, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় আকস্মিক অগ্নিকাণ্ডে স্বর্ণ পট্টির ১২টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে আটটি দোকান সম্পূর্ণ ও চারটি আংশিক পুড়ে গেছে বলে জানা গেছে। 

বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে সিংড়া বাজারের স্বর্ণ পট্টির একটি দোকানে আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তের মধ্যে ১২টি দোকান পুড়ে যায়। পরে ভোর পাঁচটা পর্যন্ত নাটোর ও সিংড়ার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অর্ধকোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।

সিংড়া ফায়ার সার্ভিসের স্ট্রেশন অফিসার মো. কামরুজ্জামান জানান, মুঠোফোনে আগুনের সূত্রপাতের খবর পেয়ে নাটোর ও সিংড়ার তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে স্বর্ণ পট্টির দোকানগুলো পুড়ে গেছে। পরে নাটোর ফায়ার সার্ভিস স্ট্রেশনের উপ-সহকারী পরিচালক একেএম মুর্শেদ এর নেতৃত্বে তিনটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জুয়েলার্স সমিতি সিংড়া উপজেলা শাখার সভাপতি বিজয় কুমার দাস বলেন, আকস্মিক অগ্নিকাণ্ডে স্বর্ণ পট্টির সরকার জুয়েলার্স, লোকনাথ জুয়েলার্স, গৌরী জুয়েলার্সসহ মোট দশটি স্বর্ণের দোকান ও ইসলাম ইলেকট্রনিক্সসহ আরো দুটি দোকান পুড়ে গেছে। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতি পরিমাণ অর্ধকোটি টাকা ছাড়িয়ে যাবে।


প্রজন্মনিউজ২৪/এমএম

এ সম্পর্কিত খবর

রাশিয়া ইউক্রেনের প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে

 এখনই গাজা যুদ্ধের অবসান ঘটালে ক্ষমতায় থাকবে হামাস : নেতানিয়াহু

হঠাৎ বন্ধ ইনস্টাগ্রাম

রাজধানীতে ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত, ৫৯ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভে পুলিশের গুলি

হামাসের সাথে কায়রোর শান্তি আলোচনা: গাজায় পাল্টা হামলা চালিয়েছে ইসরাইল

৫ অ্যাসিস্ট ও ১ গোলে মেসির জোড়া রেকর্ড সাথে সুয়ারেজের হ্যাটট্রিক

শাহজালালে ৩ রাত ফ্লাইট উঠানামা বন্ধ থাকবে

প্রতিষ্ঠানগুলোকে এতটা অকার্যকর করা হয়েছে, যা ৫৩ বছরেও ঠিক করা যাবে না: সেমিনারে বক্তারা

ইনস্টাগ্রামে ফাঁদে পড়ে খোয়া গেল আড়াই কোটি টাকা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ