নোয়াখালীতে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি

প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২২ ১১:৫৩:২৪

নোয়াখালীতে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১৩নং রসুলপুর ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য মোসাম্মৎ ছকিনা বেগমের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ১৩ নং রসুলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লাউতলি গ্রামের ছকিনা মেম্বারের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে খবর পেয়ে কয়েক দফায় অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজিব ও বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শ করে। ডাকাতির ঘটনায় থানায় এখনও কোনো মামলা দায়ের না হলেও পুলিশ ডাকাতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করছে বলে জানিয়েছে পুলিশ।

 ‍ভুক্তভোগী সাবেক ইউপি সদস্য ছকিনা মেম্বারের বরাত দিয়ে ১৩ নং রসুলপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) সালাহ উদ্দিন বাচ্চু জানায়, সোমবার দিবাগত রাত ২টার দিকে ১০-১২জনের মুখোশধারী একদল ডাকাত তার টিনশেড ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। পরে বাড়ির লোকদের ধারালো দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার, মুঠোফোন ও নগদ ২ লাখ ৬ হাজার টাকা লুটে নেয়। পরে ডাকাত দল আনুমানিক বিশ মিনিট সময় অবস্থান করে লুণ্ঠিত মালামাল নিয়ে পালিয়ে যায়।  

অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজিব ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী পরিবার থানায় এসেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।  


প্রজন্মনিউজ২৪/ইজা

এ সম্পর্কিত খবর

আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে সমস্যার সমাধান হবে না: আব্দুস সালাম

এলাকার রেজান আলীর প্রতারণার ফাঁদে ফারুক মিয়া

উপজেলা নির্বাচনে এমপি-মন্ত্রীরা প্রভাব ফেলতে পারেন

কাচিয়ায় ৭নং ওয়ার্ড উপনির্বাচনে প্রার্থীর বিরুদ্ধে জ্বিন প্রতারনা মামলার অনুসন্ধানশ্লিপ পাঠিয়েছে সিআইডি

ঘোড়াঘাটে উপজেলা পরিষদ নির্বাচনে চাপমুক্ত আওয়ামী লীগ

মৎস্য মন্ত্রী বলেন দুই ভাই হত্যার জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে

অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে কৃষকের জনজীবন

টেকনাফে ১০ কৃষক অপহরণের ঘটনায় আসামি দেলু ডাকাত আটক।

পঞ্চগড়ে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায়

বোরহানউদ্দিনে সাবেক সেনা কর্মকর্তার জানাযা ও দাফন সম্পন্ন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ