কাচিয়ায় ৭নং ওয়ার্ড উপনির্বাচনে প্রার্থীর বিরুদ্ধে জ্বিন প্রতারনা মামলার অনুসন্ধানশ্লিপ পাঠিয়েছে সিআইডি

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৪ ০৩:৫৩:১১

কাচিয়ায় ৭নং ওয়ার্ড উপনির্বাচনে প্রার্থীর বিরুদ্ধে জ্বিন প্রতারনা মামলার অনুসন্ধানশ্লিপ পাঠিয়েছে সিআইডি

ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড উপনির্বাচনে টিউবওয়েল মার্কার মেম্বার প্রার্থী গিয়াস উদ্দিনের বিরুদ্ধে ঢাকা মোহাম্মদ পুর থানার একটি জ্বীন প্রতারণা  মামলার অনুসন্ধানশ্লিপ বোরহানউদ্দিন থানায় পাঠিয়েছে সিআইডি। গত-১২-১১-২০২৩ ইং তারিখে মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা মালিবাগ সিআইডির হেডকোয়ার্টার্স সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) উপ-পুলিশ পরিদর্শক  মোঃ ইব্রাহিম আলী স্বাক্ষরিত  ফ্যাক্সবার্তা অনুসন্ধানশ্লিপ পাঠায়।


ফ্যাক্স বার্তা অনুসন্ধানশ্লিপ দেখা যায় ঢাকার মোহাম্মদপুর থানার মামলা নং ৯, তারিখ ০৩-০৯-২০২৩ ইং, ধারা ৪২০/৪০৬/৫০৬ পেনাল কোড । ওই জ্বীন প্রতারণা মামলায় গিয়াস উদ্দিনের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় পাঠানো অনুসন্ধানশ্লিপ  স্মারক নং ৮১৫(১) সিপিসি। যাহা তদন্ত  চলমান রয়েছে বলে জানাযায়।  সিআইডির ওই ফ্যাক্স বার্তায় অনুসন্ধানশ্লিপে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের নিরব মুদির ছেলে গিয়াস উদ্দিন তালিকায় ১ নাম্বারে রয়েছেন।  
গিয়াসউদ্দিন কাচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে উপনির্বাচনে টিউবয়েল মার্কায় মেম্বার পদ প্রার্থী হিসেবে নির্বাচনে প্রার্থী হয়েছেন। তার বিরুদ্ধে ঢাকার ওই জ্বীন প্রতারণা মামলায় অভিযুক্ত কিনা তদন্ত করছে সিআইডি। 
অনুসন্ধানে জানাযায়, ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে শত-শত জ্বীন প্রতারক চক্র রয়েছে। ফেইসবুক ও ইউটিউবসহ বিভিন্ন স্থানে জ্বীনের বাদশা পরিচয়ে হুজুরে দরবেশ বাবা,কালি সাধন বাবা, কুফরি বাবা, মুরশিদ হুজুর বাবা, হুজুরে কামালিয়া পীরবাবাসহ জ্বীন-ভূতের বাদশা বাবা নামে 

মোবাইন নাম্বার দিয়ে বিজ্ঞাপন দেয় প্রতারক চক্রটি।  আর ওই বিজ্ঞাপন নাম্বারে ফোন দিলেই প্রতারণার শিকার হন সাধারন মানুষ।  কাচিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায় ৫ শত প্রতারক চক্র রয়েছে। 
জ্বীন প্রতারকের বিরুদ্ধে বোরহানউদ্দিন আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় কাচিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রব কাজী অভিযোগ করেন। তার ইউনিয়নেই ৭ নং ওয়ার্ড উপনির্বাচনে টিউবয়েল মার্কার প্রার্থী গিয়াসউদ্দিনের বিরুদ্ধে একটি জ্বীন প্রতারণা মামলার অনুসন্ধানশ্লীপ বোরহানউদ্দিন থানায়  পাঠিয়েছে সিআইডি। 

স্থানীয়রা জানান, হঠাত কোটিপতি বনে গেছেন গিয়াসউদ্দিন। এতো টাকা কোথায় পেল তিনি এমন প্রশ্ন?অনেকের।
তবে গিয়াসউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি কিছু জানেননা বলে মোবাইল ফোনের লাইন কেটে দেন।এদিকে প্রতারণা মামলার অনুসন্ধানশ্লিপ থেকে বাঁচতে বিভিন্ন তদবির করছেন গিয়াসউদ্দিন এমটি জানান স্থানীয়রা।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাচন অফিসার মোঃ মঞ্জুর হোসেন খান জানান, এবিষয়ে লিখিত কোন অভিযোগ পাইনি।


প্রজন্মনিউজ২৪/এমএম

এ সম্পর্কিত খবর

রাশিয়া ইউক্রেনের প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে

 এখনই গাজা যুদ্ধের অবসান ঘটালে ক্ষমতায় থাকবে হামাস : নেতানিয়াহু

মিল্টনের আশ্রমে থাকা ব্যক্তিদের দায়িত্ব নিচ্ছে শামসুল হক ফাউন্ডেশন আরটিভি নিউজ

রোহিঙ্গা গণহত্যা মামলায় সহযোগিতার জন্য ওআইসি সদস্যদের প্রতি আহবান পররাষ্ট্রমন্ত্রীর

মিল্টনের আশ্রমের দায়িত্ব নিলো শামসুল হক ফাউন্ডেশন

সম্পদ অর্জনে এমপিদের চেয়ে এগিয়ে উপজেলা চেয়ারম্যানরা

আগের পেনশন সুবিধা বহালের দাবি ঢাবি কর্মচারী ঐক্য পরিষদের

রাজধানীর ২২ স্থানে বসছে পশুর হাট

যশোরের মাটিবাহী ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত

স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে সারা দেশে সমাবেশ করবে ছাত্রলীগ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ