রাবিতে কম্পিউটারের সাহায্যে ঔষুধের নকশা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৫ অগাস্ট, ২০২২ ০৪:১৪:০৫

রাবিতে কম্পিউটারের সাহায্যে ঔষুধের নকশা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) 'গবেষণা পদ্ধতি ও কম্পিউটারের সাহায্যে ঔষুধের নকশা' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (আরইউএসসি) আয়োজিত তিনদিন ব্যাপী এই কর্মশালাটি গত ২২শে আগস্ট থেকে শুরু হয়ে ২৪শে আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয়।

বুধবার (২৪শে আগস্ট) বিকেল ৫ টায় এই কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরইউএসসির সভাপতি আবিদ হাসানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবির উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম এবং বিসিএসআইআর ল্যাবেরটরিজ, রাজশাহী এর ভারপ্রাপ্ত পরিচালক মোঃ সেলিম খান।

এছাড়াও উপস্থিত ছিলেন রাবির রসায়ন বিভাগের অধ্যাপক তারিকুল হাসান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের স্থায়ী কমিটির সদস্য রেজাউল করিম। আরইউএসসির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কারিমা কান্তা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

প্রোগ্রামের শুরুতেই ক্লাবের পক্ষ থেকে উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলামকে ক্রেস্ট তুলে দেয়, ক্লাবের সভাপতি আবিদ হাসান।
 
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম বলেন, 'বর্তমান বিশ্বে বিভিন্ন তথ্য খুব দ্রুত আমাদের কাছে পৌছে যায়, তাই উন্নত বিশ্বের থেকে আমাদের খুব বেশি অনুন্নত ভাবার কোন সুযোগ নাই। আমরা নিজেদের দক্ষতা দিয়ে আমাদের দেশকে আরো বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো।'

তিনদিন ব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইন্জিনিয়ারিং এন্ড বায়োটেকনলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ আবু রেজা এবং এডভান্সড বায়োইনফরমেটিক্স, কম্পিউটেশনাল বায়োলজি এ্যান্ড ডাটা সায়েন্স ল্যাবরেটরির প্রতিষ্ঠাতা এবং প্রিন্সিপাল ইনভেস্টিগেটর মো. জুনায়েদ।

এই কর্মশালায় দেশের ১০ টি বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রথম দিনে রিসার্চ ম্যথেডলজি সম্পর্কে সেশন অনুষ্ঠিত হয়, দ্বিতীয় ও তৃতীয় দিনে কম্পিউটার এইডেড ড্রাগ ডিজাইন নিয়ে আলোচনা করা হয়।


প্রজন্মনিউজ২৪/ ইমরান

এ সম্পর্কিত খবর

বাংলাদেশের চিকিৎসাসেবায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

উপজেলা নির্বাচনে এমপি-মন্ত্রীরা প্রভাব ফেলতে পারেন

ঘোড়াঘাটে উপজেলা পরিষদ নির্বাচনে চাপমুক্ত আওয়ামী লীগ

ইউএসএ বাংলা সাহিত্য সম্মেলনে আসতে শুরু করেছেন দুই বাংলার কবি সাহিত্যিকগন

পার্বতীপুরে তীব্র তাপদাহ ও অনাবৃষ্টির কারণে ইস্তেস্কার নামাজ আদায়

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাঁচবে হাজারও কোটি টাকার সম্পদ

চলতি বছর পবিত্র হজ্জ পালনের অনুমতি দেওয়া শুরু করেছে সৌদি আরব

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

বশেমুরবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

যুদ্ধকে ‘না’ বলুন, সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করুন: প্রধানমন্ত্রী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ