বিশ্ব বই দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিতে রাবিতে 'মলাট' চালু

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৪ ১১:৪৭:০২

বিশ্ব বই দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিতে রাবিতে 'মলাট' চালু

রাবি প্রতিনিধি: ইউনেস্কো কর্তৃক স্বীকৃত 'বিশ্ব বই দিবস' উপলক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে বই পড়ার উদ্দীপনা বাড়ানোর লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যাত্রা শুরু হলো বই ব্যাংক 'মলাট'-এর।

মঙ্গলবার (২৩শে এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ অ্যাকাডেমিক ভবনের সামনে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক বিশ্ববিদ্যালয়টির বাংলা বিভাগের শিক্ষার্থী ফাহিম মুনতাসির রাফিন জানান, ২৩ এপ্রিল বিশ্ব বই দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে বই পড়া আগ্রহ তৈরি করার লক্ষ্যে আমরা বিভিন্ন জন থেকে বই সংগ্রহ করে একটি বই ব্যাংক তৈরি করেছি। সেখান থেকে বিনামূল্যে নিদিষ্ট সময় জন্য আমরা বই শিক্ষার্থীদেরকে দিয়ে পড়া শেষ সেই বইয়ের উপর কার কোন বই ভালো লাগলো তা নিয়ে আলোচনা-সমালোচনা হবে। এবং বইয়ের রিভিউ নিয়ে আমরা ত্রৈ-মাসিক কিংবা ষান্মাসিক পত্রিকা বের করব।

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যাত্রা শুরু হওয়া 'মলাট' সংগঠনটির অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শাখা চালু করারও ইচ্ছা পোষন করেন তিনি।

এ বই পড়া কার্যক্রমে যুক্ত হয়ে আনন্দ প্রকাশ করে বাংলা বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী সজিব হোসেন বলেন, 'মলাট' -এর উদ্যোগে আমরা বই গুলো পড়ে সেগুলো বিশ্লেষণ করার মাধ্যমে আমাদের জ্ঞানকে পরিশুদ্ধি করতে পারব। আগামীতে নতুন শিক্ষার্থীরাও এ কার্যক্রমে যুক্ত হয়ে নিজের জ্ঞানকে বৃদ্ধি করবে আশাবাদ তার।


প্রজন্মনিউজ২৪/এএন

এ সম্পর্কিত খবর

পেনশন স্কীম বাতিলের দাবিতে হাবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সভা

তাপপ্রবাহে করনীয় সম্পর্কে জাতীয় নির্দেশিকা প্রকাশ

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভে পুলিশের গুলি

স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে সারা দেশে সমাবেশ করবে ছাত্রলীগ

ফিরে দেখা সেই ৫ মে রাতে শাপলা চত্বরে ঘিরে কী ঘটেছিল

বেরোবিতে বিভাগীয় প্রধান নিয়োগে আইনি জটিলতা,আন্দোলনে শিক্ষার্থীরা

চাঁদাবাজির অভিযোগে জবি ছাত্রলীগ সিনিয়র সহ-সভাপতির বিরুদ্ধে মামলা

চবিতে বসুন্ধরা শুভসংঘের সভাপতি রুপক, সম্পাদক রবিউল

চাঁদাবাজির অভিযোগে জবি ছাত্রলীগ সিনিয়র সহ-সভাপতির বিরুদ্ধে মামলা

নিজেই অস্ত্রোপাচার করতেন মিল্টন সমাদ্দার: ডিবি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ