ঢাবির সুইমিংপুলে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৪ ০৩:৪৬:৫৫

ঢাবির সুইমিংপুলে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেন্ট্রাল সুইমিংপুলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মুহাম্মদ সোয়াদ (১৯) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর সোয়া ২টার দিকে মৃত ঘোষণা করেন।

সহপাঠীরা জানায়, সোয়াদ ঢাবির দর্শন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। মহসীন হলের আবাসিক এক্সেনটনের ১০২০ নম্বর কক্ষে থাকতেন তিনি। তাঁর গ্রামের বাড়ি বগুড়ায়।
 
সোয়াদের সহপাঠী সোহাগ ও সাগর বলেন, ‘আমরা গরমের কারণে দুপুরের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল সুইমিংপুলে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে সাঁতার কাটার সময় হঠাৎ সোয়াদ পানিতে ডুবে যায়। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক জানান সোয়াদ আর বেঁচে নেই।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।’


প্রজন্মনিউজ২৪/এএন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ