শিবপুরে কলেজ ছাত্র উদয় হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২০ ০৬:৩৮:২২

শিবপুরে কলেজ ছাত্র উদয় হত্যার প্রতিবাদে মানববন্ধন

নরসিংদী প্রতিনিধি:নরসিংদীর শিবপুরে কলেজ ছাত্র সৈয়দ মেহেদী হাসান উদয় হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকালে শিবপুর উপজেলা পরিষদ গেইটের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, পরিবারের সদস্য ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অনতিবিলম্বে হত্যায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়। এসময় বক্তব্য রাখেন শিবপুর পাইল মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরউদ্দিন মোহাম্মদ আলমগীর, প্রভাষক আসাদুজ্জমান আসাদ এবং নিহতের বাবা সৈয়দ মোস্তফা ভেন্ডার প্রমুখ।

উল্লেখ্য যে, গত ১১ ডিসেম্বর সন্ধ্যায় শিবপুর ডাকবাংলো এলাকায় কতিপয় সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত হয় কলেজ ছাত্র উদয়।মেহেদী হাসান উদয় শিবপুর উপজেলার ডাকবাংলো এলাকার সৈয়দ মোস্তফা ভেন্ডার ছেলে। সে ঢাকা তেজগাঁও সরকারি কলেজের ছাত্র। এ মামলায় ১০ নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়। ইতিমধ্যে পুলিশ মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে।

প্রজন্মনিউজ২৪/বাকিবিল্লা/নাজিম উদ্দীন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ