এবার ফিলিস্তিনের প্রতি সংহতি জানালো ঢাকা কলেজের শিক্ষার্থীরা

প্রকাশিত: ০৮ মে, ২০২৪ ০৪:৪৯:২৮

এবার ফিলিস্তিনের প্রতি সংহতি জানালো ঢাকা কলেজের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসন বন্ধ ও ফিলিস্তিনের স্বাধীনতার প্রতি সংহতি জানিয়ে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাত ধরে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সারা বিশ্বে যে ছাত্র আন্দোলন শুরু হয়েছে তারই অংশ হিসেবে আজ সংহতি সমাবেশের আয়োজন করে ঢাকা কলেজের সাধারন শিক্ষার্থীরা।

আজ বেলা ১১ টায় ঢাকা কলেজের সামনের সড়কে নানান রকমের সংহতিসূচক প্লাকার্ড হাতে জড়ো হতে থাকেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা, সে সময় ইসরাইল বিরোধী স্লোগানও দেন তারা।

শিক্ষার্থীরা বলেন, দখলদার ইসরায়েল ফিলিস্তিনের উপর যেই পৈশাচিক অমানবিকতা দেখাচ্ছে তা আর সহ্য করার মতো নয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

ঢাকা কলেজ গেট থেকে এই মিছিল শুরু হয়ে সাইন্সল্যাব মোড় ঘুরে নীলক্ষেত মোড় হয়ে আবারো ঢাকা কলেজ গেটে এসে ওয়ান টু থ্রী ফোর, জেনোসাইড নো মোর স্লোগানে সমাবেশটি শেষ হয়। 


প্রজন্মনিউজ২৪/মুশ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ