থিওলোজি অনুষদের ভাগ্যাকাশে কালো মেঘের ঘনঘটা!

প্রকাশিত: ০৯ জানুয়ারী, ২০১৮ ০৩:৩৭:১২ || পরিবর্তিত: ০৯ জানুয়ারী, ২০১৮ ০৩:৩৭:১২

থিওলোজি অনুষদের ভাগ্যাকাশে কালো মেঘের ঘনঘটা!

ইবি প্রতিনিধি, “এই বিশ্ববিদ্যালয়ের থিওলোজি (ধর্মতত্ব অনুষদ) অনুষদের ভাগ্যাকাশে কালো মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল কাজ ভালো ভাবে চলছে। কেবলমাত্র একাডেমিক কাজের ক্ষেত্রে গাফিলতি দেখা যাচ্ছে।” কথা গুলোন বলেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ব অনুষদের সদ্য বিদায়ী ডিন অধ্যাপক ড. এ.বি.এম ফারুক। ধর্মতত্ব অনুষদের ডিনের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মঙ্গলবার সকাল ১১টায় ধর্মতত্ব অনুষদের ডিন অফিসে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

তিনি আরো বলেন, “আমি মনে করি একাডেমিক কাজের ক্ষেত্রে অবহেলা বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন ব্যক্তিদের সমস্যা। বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রতিষ্ঠিত এই অনুষদের ভাগ্যে ভবিষ্যতে কি আছে আমি জানি না। এর অবস্থান রক্ষার্থে সকলকে এক সঙ্গে কাজ করতে হবে। আর সকলে এক সঙ্গে কাজ করলে কাজ কমে যাবে। এতে অনুষদের উন্নতি অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আল-কুরআন বিভাগের অধ্যাপক ড. আ.ফ.ম আকবর হোসাইন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নেছার উদ্দিন আহমদ, ফলিত বিজ্ঞান ও প্রযুুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মমতাজুল ইসলাম, আইন ও শরিয়াহ অনুষদের ডিন অধ্যাপক ড. রেবা মন্ডল, অধ্যাপক ড. আবুল কালাম পাটোয়ারী, অধ্যাপক ড. মোহাম্মাদ মামুন, অধ্যাপক ড. আ.খ.ম. ওয়ালী উল্লাহ, অধ্যাপক ড. শহিদুল ইসলাম নূরী, অধ্যাপক ড. সাইফুল ইসলাম সিদ্দিকি, অধ্যাপক ড. এম এয়াকুব আলী, অধ্যাপক ড. ইদ্রিস আলী, অধ্যাপক ড. আশরাফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন দাওয়া অ্যান্ড ইসলামীক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. রহিম উল্যাহ।

অনুষ্ঠানে বক্তাদের কথায় ক্ষোভ প্রকাশ পায়। ডিনদের বিভিন্ন ভাবে অবমাননা করা হচ্ছে বলে সকলে অভিযোগ তোলেন। এমন অভিযোগ তুলে আল-হাদিস অ্যান্ড ইসলামীক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ.খ.ম. ওয়ালী উল্লাহ বলেন, “অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ডিনদের বিশেষ মর্যাদা দেয়া হয়। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে ডিনদের মর্যাদা দিন দিন কমে যাচ্ছে। ডিনদের জন্য আলাদা বাড়ি ও যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা থাকা দরকার। এতটুকু সুযোগ সুবিধা ডিনদের মর্যাদা অনুযায়ী দেয়া দরকার।”

এদিকে অনুষ্ঠানে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নেছার উদ্দিন আহমদ বলেন, “বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ডিনদের অবমাননা করা হচ্ছে। ডিনরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবিভাবক। এত বড় সমাবর্তন অনুষ্ঠানে ডিনদের অপমান করা হয়েছে। আমরা এক কোণে বসেছিলাম। মঞ্চে ঘোষণার জন্য উঠতামনা কিন্তু দায়িত্ববোধ থেকে উঠেছিলাম। বর্তমান প্রশাসন মনে করে আমরা অযোগ্য। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে আমরা অসামান্য অবদান রেখেছি।”

উল্লেখ্য, সদ্য দায়িত্ব প্রপ্তি ডিন অধ্যাপক ড. আ.ফ.ম আকবর হোসাইন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামীক স্টাডিজ বিভাগ থেকে ¯œাতোক্তরে স্বর্ণপদক প্রাপ্ত। সেখানে তিনি প্রথম শ্রেণীতে প্রথম স্থানে ডিগ্রী গ্রহণ করেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৯ সালে আল-কুরআন বিষয়ের উপর পিএইচডি ডিগ্রী গ্রহণ করেন। এছাড়াও তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের আইআইইআর এর রাষ্ট্রপতি মনোনিত সদস্য।

প্রজন্মনিউজ২৪/লুৎফুর রহমান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined index: category

Filename: blog/details.php

Line Number: 417

Backtrace:

File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler

File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view

File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view

File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once

বিভাগের সর্বাধিক পঠিত

আরো সংবাদ














ব্রেকিং নিউজ