রাবি অধ্যাপক মোসাঃ ফেরদৌসী মহল বলেছেন

'এটাতো আসলে নোটিশ না, একটা রেজোল্যুশন মাত্র'

প্রকাশিত: ১২ মে, ২০২২ ০২:২৩:৪৩

'এটাতো আসলে নোটিশ না, একটা রেজোল্যুশন মাত্র'

সোহাগ আলী , রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মেয়েদের হলগুলোতে রাতে প্রবেশের সময় সাড়ে আটটা নির্ধারণ করা হয়েছে মর্মে একটা নোটিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছেন অনেকেই। এই নোটিশের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোসাঃ ফেরদৌসী মহল বলেছেন,'এটাতো আসলে নোটিশ না, একটা রেজোল্যুশন মাত্র।'

গতকাল বুধবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নোটিশের বিষয়ে ফেসবুকে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের নেতিবাচক স্ট্যাটাস চোখে পড়তে থাকে। এবিষয়ে বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়টির তাপসী রাবেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোসাঃ ফেরদৌসী মহলের সাথে যোগাযোগ করা হলে,তিনি  বলেন,'এটাতো আসলে নোটিশ না, একটা রেজোল্যুশন।'

তিনি আরো বলেন বলেন, এর আগে, আমার তাপসী রাবেয়া হলের মেয়েরা বলেছিলো যে, হলে প্রবেশের সময় রাত সাড়ে আটটা হলে তাদের সমস্যা হবেনা। আর প্রভোস্ট কাউন্সিলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে, আমরা সব হলের মেয়েদের সাথে বসবো সময়টা নির্ধারণ করার বিষয়ে। পাশাপাশি, আমরা এই সিদ্ধান্তও নিয়েছিলাম যে, প্রতিটা হলের মেয়েদের সাথে আলোচনার সময়, মেয়েদের সব কয়টা হলের প্রাধ্যক্ষরাই উপস্থিত থাকবো। কিন্তু, এবিষয়টাকে আমাদেরই একজন সদ্য দায়িত্ব পাওয়া প্রাধ্যক্ষ একটু ভুল বুঝে নোটিশ আকারে দিয়ে দিয়েছেন।

নোটিশটা যে আসলে সঠিক নয়, এবিষয়ে জনসংযোগ দপ্তরের মাধ্যমে শীঘ্রই একটা সংবাদ বিজ্ঞপ্তিও দেওয়া হবে বলে জানান এই প্রাধ্যক্ষ।

এদিকে গতকাল থেকে নোটিশটির বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার নামক গ্রুপে শিক্ষার্থীদের মতামত প্রকাশ করতে দেখা যায়।

তাদের মধ্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল ছাত্রলীগের সভাপতি ও আইন বিভাগের শিক্ষার্থী তাজরিন মেধা লিখেছেন,'ছাত্রীহলে ঢুকার সময় রাত ১০ টা থেকে ৮.৩০ করার মানে কি? এটা তো শীতকাল ও না! সান্ধ্য আইন নিয়ে এত কিছুর পর কি এটা সান্ধ্য আইনের মডিফাইড ভার্সন?
সন্ধ্যাই তো এখন ৭ টায়। হঠাৎ এই সিদ্ধান্তের কারণ কি???এটা কি আসলেও যৌক্তিক?'

মন্নুজান হল ছাত্রলীগের সভাপতি ও আইন বিভাগের শিক্ষার্থী জান্নাতুন নাঈমা আকন্দ জানা লিখেছেন,'এটাই যদি নিয়ম হয়, তাহলে এই নিয়ম ছাত্র হলেও চাই,
যেখানে দেশের প্রধাণমন্ত্রী মেয়ে, সেখানে এই সব বোকা, বোকা অযৌক্তিক নিয়ম দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি কেন ক্ষুণ্ন করা হচ্ছে?  জানতে চাই....'

পরবর্তীতে যোগাযোগ করা হলে, জান্নাতুন নাঈমা আকন্দ জানা আরো বলেন,'বিশ্ববিদ্যালয় যেখানে মুক্তবুদ্ধির চর্চা কেন্দ্র, সেখানে স্বেচ্ছাচারিতা করে একটি নিয়ম হঠাৎ করে উদ্ভব করা হঠকারিতা ছাড়া আর কিছু নয়। আগে যেখানে হলে প্রবেশের সময় ১০টা ছিল, হঠাৎ করে সাড়ে আটটা কিসের ভিত্তিতে হলো, তার কোনো স্পষ্টত ব্যাখা প্রশাসনের কাছে নেই। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য, অযৌক্তিক নিয়ম প্রতিফলনের জায়গা বিশ্ববিদ্যালয় নয়।

এছাড়াও তিনি আরো বলেন,'অবশ্যই একটা যৌক্তিক সময়ের মধ্যে হলে প্রবেশ বা বের হওয়ার নিয়ম থাকতে পারে, তাই বলে সান্ধ্য আইনের নামে প্রশাসনের স্বেচ্ছাচারিতা চলতে পারে না। যেখানে অনেক মেয়ে টিউশনি থেকে শুরু করে নানা ধরণের পার্ট-টাইম জব করে পড়াশোনা চালায়, সেখানে এই নিয়ম সম্পূর্ণ স্বেচ্ছাচারীতা ছাড়া আর কিছু নয়। হলের ডাইনিংয়ের অব্যবস্থাপনা, ওয়াইফাই সমস্যা, ক্যান্টিনের অপ্রতুলতা, বসবাসের অযোগ্যতা থেকে শিক্ষার্থীদের নজর এড়ানোর জন্যই এই নিয়ম করার চেষ্টা চালানো হচ্ছে বলে আমি মনে করি।'


প্রজন্মনিউজ২৪/নুরউদ্দিন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined index: category

Filename: blog/details.php

Line Number: 417

Backtrace:

File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler

File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view

File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view

File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once

বিভাগের সর্বাধিক পঠিত

আরো সংবাদ














ব্রেকিং নিউজ