জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা-কর্মী 

প্রকাশিত: ৩০ জানুয়ারী, ২০২৬ ০২:৫৪:৩৪

জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা-কর্মী 

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার  চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন ইসলামী আন্দোলনের ১০ জন নেতা-কর্মী।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল ৪টায় এওয়াজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মিজান মেম্বারের বাড়িতে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আবুল কাশেম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী  এডভোকেট এনামুল হক রায়হান।

এ সময় আরও উপস্থিত ছিলেন এওয়াজপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা জুবায়ের হোসেন, সেক্রেটারী প্রভাষক রেজাউল করিম, জামায়াত নেতা হাফেজ আব্দুল হান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ। জামায়াতে যোগদানকারী নেতা-কর্মীরা হলেন-মাওলানা মো. ফরহাদ আমিন (সভাপতি, ইসলামী যুব আন্দোলন, আব্দুল্লাহপুর ইউনিয়ন), মো.আফরান উল্লাহ মুন্সি (সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এওয়াজপুর ৮নং ওয়ার্ড ),
মো. বিল্লাল হাওলাদার (সাধারণ সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ , এওয়াজপুর ৮ নং ওয়ার্ড) মো.আব্দুল হাওলাদার (সভাপতি, ইসলামী যুব আন্দোলন, এওয়াজপুর ৮নং ওয়ার্ড), ইসলামী আন্দোলনের কর্মী মো. আতাউর শহীদ পাটওয়ারী, মো. মহিউদ্দিন হাওলাদার, মো. শাহ আলম পাটওয়ারী, মো. জাকির হোসেন পাটওয়ারী ও আলাউদ্দিন পাটওয়ারী, মো. রাজিব হাওলাদার (ইসলামী ছাত্র আন্দোলন)।

যোগদান অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুসংগঠিত ও আদর্শিক প্ল্যাটফর্ম। তাই দেশে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। এ সময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কার বিজয় অর্জনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

এ ব্যাপারে ইসলামী আন্দোলনের ভোলা দক্ষিণের সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দীনের কাছে জানতে চাইলে তিনি খোঁজ নিয়ে বিস্তারিত জানাবেন বলে ফোন কেটে দেন। 
 

এ সম্পর্কিত খবর

পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন ছাত্রদল নেতা

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারত সমর্থিত’ ৪১ স’ন্ত্রা’সী নি’হত’

বিশ্বকাপ না খেলায় তিন দল নিয়ে শুরু হবে বাংলাদেশের নতুন টুর্নামেন্ট।

ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজি থেকে বাঁচার কার্ড দেন : মঞ্জু

সিলেটে শীত মৌসুমে লাগামহীন লোডশেডিং

শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনামূলক গ্রন্থ ‘জ্ঞানের জগৎ’-এর মোড়ক উন্মোচন

জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা-কর্মী 

সিলেট-৬ আসনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে জমিয়তের নেতারা মাঠে নেমেছেন

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় সাতক্ষীরায় বিএনপির ২২ নেতা বহিষ্কার

গণভোটের পর সরকারের মেয়াদ বাড়ছে– এমন দাবি ভিত্তিহীন : প্রেস উইং

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ