বিশ্বকাপ না খেলায় তিন দল নিয়ে শুরু হবে বাংলাদেশের নতুন টুর্নামেন্ট।

প্রকাশিত: ৩০ জানুয়ারী, ২০২৬ ০৬:০১:৫৪

বিশ্বকাপ না খেলায় তিন দল নিয়ে শুরু হবে বাংলাদেশের নতুন টুর্নামেন্ট।

প্রজন্ম ডেস্ক...

নিরাপত্তাজনিত কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পারছে না বাংলাদেশ। ভারত সফরে না যাওয়ার কারণে ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সেই দাবি প্রত্যাখ্যান করে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে। এতে বিশ্বকাপে না খেলায় জাতীয় দলের ক্রিকেটাররা আর্থিক ক্ষতির মুখোমুখি হতে পারেন।

এই পরিস্থিতিতে খেলোয়াড়দের ক্ষতি পুষিয়ে দেওয়া এবং তাদের প্রতিযোগিতামূলক ক্রিকেটে সক্রিয় রাখতে নতুন ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম জানিয়েছেন, বিসিবি উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে আলোচনা করে তিন দলের একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে। এতে জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি এইচপি (হাই পারফরম্যান্স) এবং ‘এ’ দলের খেলোয়াড়রাও অংশ নেবেন।

সূত্র জানিয়েছে, টুর্নামেন্টটি ৫ ফেব্রুয়ারি থেকে মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে পারে। বিস্তারিত দল গঠন ও সূচি নিয়ে ১ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক ঘোষণা আসবে। খেলোয়াড়দের জন্য থাকছে আকর্ষণীয় পারিশ্রমিকের ব্যবস্থা। মাহবুব-উল-আলম বলেন, “অর্থ গুরুত্বপূর্ণ হলেও সবার আগে আমাদের লক্ষ্য খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা। এই টুর্নামেন্ট সম্পূর্ণ বিসিবির উদ্যোগে অনুষ্ঠিত হবে।” এতে জাতীয় দলের প্রধান খেলোয়াড়দের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটাররাও অংশ নেবেন।

এ সম্পর্কিত খবর

পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন ছাত্রদল নেতা

একাত্তরে যারা সনাতন ধর্মাবলম্বীদের নির্যাতন করেছিল তারাই নবরূপে ফিরেছে: সালাহউদ্দিন

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারত সমর্থিত’ ৪১ স’ন্ত্রা’সী নি’হত’

বিশ্বকাপ না খেলায় তিন দল নিয়ে শুরু হবে বাংলাদেশের নতুন টুর্নামেন্ট।

এনসিপির নির্বাচনি ইশতেহার ঘোষণা।

ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজি থেকে বাঁচার কার্ড দেন : মঞ্জু

সিলেটে শীত মৌসুমে লাগামহীন লোডশেডিং

শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনামূলক গ্রন্থ ‘জ্ঞানের জগৎ’-এর মোড়ক উন্মোচন

জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা-কর্মী 

সিলেট-৬ আসনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে জমিয়তের নেতারা মাঠে নেমেছেন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ