প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৫ ০৫:০৬:৩১ || পরিবর্তিত: ১৮ নভেম্বর, ২০২৫ ০৫:০৬:৩১
গাইবান্ধার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা কাজে যোগদান করেছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। গত ১৩ নভেম্বর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এর আগে, ‘এস্টাব্লিশমেন্ট অব ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ প্রকল্পের উপ প্রকল্প পরিচালক (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও গাইবান্ধার ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গোবিন্দগঞ্জে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছিলেন।
এর আগে, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামকে গত ৮ নভেম্বর মধ্যরাতে গাইবান্ধা জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু গাইবান্ধায় যোগদানের আগেই তাকে বিদ্যুৎ বিভাগের উপ-সচিব পদে পদায়ন করা হয়।
অন্যদিকে, গাইবান্ধার বিদায়ী জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদকে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে তার চাকরি প্রধান উপদেষ্টার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
বিজয় দিবসে জবি শিবিরের ব্যতিক্রমী নৌ র্যালি
চরফ্যাশনে জামায়াত কর্মীদের ওপর বিএনপির হামলা, আহত অর্ধশতাধিক
পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে খাইবার পাখতুনখোয়ায় ১৩ জন নিহত
পেছাতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিদেশি চার পিস্তল উদ্ধার
লন্ডনে তারেক রহমানের জনসভা মঙ্গলবার
হাদিকে দেখতে গিয়ে ঢামেকে তোপের মুখে মির্জা আব্বাস
তফসিল ঘোষণা করায় ইসিকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা