বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল

প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৫ ০৪:১২:২৫ || পরিবর্তিত: ১১ ডিসেম্বর, ২০২৫ ০৪:১২:২৫

বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল

প্রজম্ম ডেস্ক:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে শহরের স্টেশন রোড এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

শহরের স্টেশন রোড এলাকায় অবস্থিত মনোনয়নপ্রত্যাশী রেজাউল করিম খান চুন্নুর রাজনৈতিক কার্যালয় থেকে নারীদের অংশগ্রহণে মিছিলটি শুরু হয়। এতে দুই শতাধিক নারী সমর্থক অংশ নেন। মিছিলটি শহরের কালীবাড়ি, আখড়াবাজার, ঈশা খাঁ রোড, রথখোলা ও গৌরাঙ্গবাজার হয়ে পুনরায় স্টেশন রোড এলাকায় গিয়ে শেষ হয়।

 
জানা যায়, গত ৪ ডিসেম্বর কিশোরগঞ্জ-১ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামকে দলীয় মনোনয়ন দেয়া হয়। তবে তাকে অযোগ্য দাবি করে মনোনয়ন পরিবর্তনের দাবিতে আন্দোলনে নামেন রেজাউল করিম খান চুন্নুসহ মনোনয়নবঞ্চিত প্রভাবশালী বিএনপি নেতারা।
 

গত ৬ ডিসেম্বর থেকে তারা যৌথভাবে মিছিল, মিটিং, সমাবেশ ও অবরোধসহ নানা কর্মসূচি পালন করে আসছেন। আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু, সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শরিফুল ইসলাম এবং জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. রুহুল হোসাইন।
 

এ সম্পর্কিত খবর

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি : মাহদী আমিন

ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে কুপিয়ে জখম

তারেক রহমানকে লাল কার্ড দেখালেন রাবির সিনেট সদস্য ফাহিম রেজা

শেরপুরে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি

টাঙ্গাইলে জামায়াতের নির্বাচনী প্রচারণাতে বিএনপির হামলা

ঠাকুরগাঁওয়ে জামায়াত প্রার্থীর বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ ও বিক্ষোভ মিছিল

অতীতে আমাদের সঙ্গে যা হয়েছে, সব মাফ করে দিয়েছি: জামায়াত আমির

পুতুলকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, জেলা বিএনপির সদস্যকে স্থায়ী বহিষ্কার

পাবনা প্রেসক্লাবে পিআইবির প্রশিক্ষণ কর্মশালায় বিএনপি প্রার্থীর প্রচারণা

চট্টগ্রাম ২ আসনে হাইকোর্টে প্রার্থীতা ফিরে পেলেন বিএনপির সারোয়ার সরোয়ার আলমগীর।

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ