নিরাপদ সড়কের দাবিতে ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৫ ০২:১৫:০৮

নিরাপদ সড়কের দাবিতে ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রজন্ম ডেস্ক:

রাজধানীর ফার্মগেটে ট্রাকচাপায় মাদ্রাসার এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও নিরাপদ সড়কের দাবিতে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি তুলে ধরেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে আধা ঘণ্টার জন্য সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে তারা সরে গেলে পৌনে ১টার পর সড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়ে। 

দাবিগুলো হলো-

১. সিফাত হত্যার বিচার করতে হবে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের সন্ত্রাসী ট্যাগ দেওয়ায় প্রশাসনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

২. ফুটপাত থেকে সকল অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা, অননুমোদিত বাজার ও ভবঘুরে স্থায়ীভাবে উচ্ছেদ করতে হবে।

৩. নো পার্কিং জোন কঠোরভাবে ঘোষণা করতে হবে।

৪. যানবাহন নিয়ন্ত্রণ: দুর্ঘটনা এবং যানজট এড়াতে রেল-ক্রসিং থেকে গির্জা পর্যন্ত এই রোডে অটোরিকশা, ট্রাকসহ ভারী যানবাহন প্রবেশ নিষিদ্ধ করতে হবে।

৫. শিক্ষাপ্রতিষ্ঠানের সন্নিকটে তিনটি স্পিডব্রেকার, সড়কে পর্যাপ্ত ল্যাম্পপোস্ট, লেন ডিভাইডার এবং ট্রাফিক আইল্যান্ড স্থাপন করতে হবে।

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) লরির চাপায় রাজধানীর ফার্মগেটে সরকারি বিজ্ঞান কলেজের সামনের সড়কে সিফাত নামে মাদ্রাসার এক শিক্ষার্থী নিহত হন।

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ