কোটালীপাড়ায় মাদক বিক্রিতে বাধা, গ্রাম পুলিশকে মারধর

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৫ ০১:১৪:১৮ || পরিবর্তিত: ১৪ অক্টোবর, ২০২৫ ০১:১৪:১৮

কোটালীপাড়ায় মাদক বিক্রিতে বাধা, গ্রাম পুলিশকে মারধর

প্রজন্ম ডেস্ক:

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এই ঘটনা ঘটে। উক্ত গ্রাম পুলিশের নাম মুমিন গাজী(২৬)। এ ঘটনায় মুমিন গাজী বাদি হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।    

সোমবার (১৩ অক্টোবর) উপজেলার দক্ষিণ হিরণ গ্রামে ঘটনাটি ঘটে। 

মুমিন গাজী উপজেলার হিরণ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গ্রামপুলিশ ও বর্ষাপাড়া গ্রামের মো. মুজিবর গাজীর ছেলে।

জানা গেছে, হিরণ ইউনিয়নের মৃত আবুল বশার মোল্লার ছেলে হৃদয় হক রাব্বি(২৮) প্রায়ই মাদক বিক্রি করতে বর্ষাপাড়া গ্রামের বিভিন্ন জায়গায় যান। কিছুদিন আগে বর্ষাপাড়া গ্রামে রাব্বি মাদক বিক্রি করতে গেলে মুমিন গাজী লোকজন নিয়ে মাদক বিক্রিতে বাধা দেয়। এতে রাব্বি ক্ষিপ্ত হয়ে তার চাচাতো ভাই সৌদি প্রবাসী মশিউর রহমান মোল্লাকে সঙ্গে নিয়ে দক্ষিণ হিরণ ব্রিজের ওপর বসে গ্রামপুলিশ মুমিন গাজীকে মারধর করেন।   

মুমিন গাজী বলেন, রাব্বি প্রায়ই মাদক বিক্রির জন্য আমাদের বর্ষাপাড়া গ্রামে আসে। কিছুদিন আগে তাকে মাদক বিক্রির সময় আমি লোকজন নিয়ে বাধা দেই। ঘটনার পর সোমবার (১৩ অক্টোবর) আমি পরিষদ থেকে বাড়ি ফেরার সময় রাব্বি তার চাচাতো ভাই মশিউর মোল্লাকে নিয়ে তাদের বাড়ির সামনে বসে আমাকে মারধর করে। 

এ বিষয়ে জানার জন্য রাব্বিদের বাড়ি গিয়ে তাদের পাওয়া যায়নি। তার চাচা জাবেদ মোল্লা বলেন, বর্ষাপাড়া গ্রামে আমার ভাতিজা রাব্বি বিয়ে করার জন্য একটি মেয়ে দেখেছিল। গ্রামপুলিশ মুমিন সেই বিয়ে ভেঙে দিয়েছে। এ জন্য ক্ষিপ্ত হয়ে আমার ভাতিজা রাব্বি গ্রাম পুলিশ মুমিনকে দুই একটি চড় থাপ্পড় দিয়েছে।

কোটালীপাড়া থানার এসআই আল-আমিন বলেন, অভিযোগ পেয়েছি। দ্রুতই তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

চাঁদাবাজির অভিযোগ করায় ব্যবসায়ীর বাড়িতে ককটেল হামলা

জুলাইয়ে ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা মামলার আসামি গ্রেপ্তার

গ্লোবাল চেঞ্জমেকার ফেলো নির্বাচিত হলেন বাংলাদেশের রনি

জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত ভিডিও বানিয়ে ফেসবুকে রিল, তরুণী গ্রেপ্তার

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকির মৃত্যু 

হাফেজা পড়ুয়া মেয়েকে অপহরণ, ধর্ষণের অভিযোগে মামলা

দেশ গড়তে শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন করতে হবে : মাসুদ সাঈদী

সাগরে ফের লঘুচাপ সৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস

ছাত্রদল নেতার বিরুদ্ধ নারীর টাকা ও সোনার চেইন নেওয়ার অভিযোগ

সাভারে জমি নিয়ে বিরোধ: নিহত ১, আহত ৭

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ