প্রকাশিত: ০২ অক্টোবর, ২০২৫ ১২:২৯:২০
প্রজন্ম ডেস্ক: শহীদ জিয়া গবেষণা পরিষদের পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা কমিটির সদস্যপদ থেকে নাম প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম।
বুধবার (১ অক্টোবর) শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পাঠানো এক চিঠিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
এর আগে ৩০ সেপ্টেম্বর শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির স্বাক্ষরিত এ কাগজে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় সেখানে আহ্বায়ক করা হয় প্রফেসর বদিউজ্জামান ও সদস্য সচিব ডা. মো. ইখতিয়ার উদ্দিনকে।
চিঠিতে অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, ‘ছাত্রজীবন থেকেই আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও আপামর জনসাধারণের নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত। আমি একজন বাংলাদেশ জাতীয়তাবাদী চিন্তার মানুষ। তবে শহীদ জিয়া গবেষণা পরিষদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’
তিনি আরও উল্লেখ করেন, ‘৩১ সদস্য বিশিষ্ট পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা কমিটির ব্যাপারে আমাকে কোনো প্রকার মতামত বা অনুমোদন ছাড়াই নাম যুক্ত করা হয়েছে। তাই পরিষ্কারভাবে জানাতে চাই, আমার নাম উক্ত কমিটি থেকে প্রত্যাহার করা হোক।’
ড. সাইফুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সমর্থন করা মানেই কোনো সংগঠনের কমিটির অংশ হওয়া নয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আন্দোলন এবং দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে ১৯ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে কাজ করাই আমার লক্ষ্য।’
প্রজন্মনিউজ২৪
মামদানির জয়ে নিউইয়র্কে সার্বভৌমত্ব হারিয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের
“আমেরিকা-ইসরাইল ৩০ লাখ মুসলিমকে হত্যা করেছে”
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ৮ম দিনের মতো চলছে আপিল শুনানি
সাক্ষী না আসায় ফের পেছাল সাক্ষ্যগ্রহণ
শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না
নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতার মাঝেও জামায়াত-বিএনপির অনন্য দৃষ্টান্ত কক্সবাজারে