প্রকাশিত: ২২ জানুয়ারী, ২০২৬ ১২:৫৭:১২ || পরিবর্তিত: ২২ জানুয়ারী, ২০২৬ ১২:৫৭:১২
স্টাফ রিপোর্টার: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখা।
বুধবার (২১ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংগীতা মোড় হয়ে খুলনা রোড মোড়স্থ শহীদ আসিফ চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি মুহা আল মামুন ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শাকসু নির্বাচন শিক্ষার্থীদের ন্যায্য অধিকার। একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য ছাত্রসংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র গণতন্ত্রবিরোধী। অবিলম্বে সকল ষড়যন্ত্র বন্ধ করে নিরপেক্ষ পরিবেশে নির্বাচন দিতে হবে। ছাত্রসমাজের কণ্ঠরোধ করার যে অপচেষ্টা চলছে, তার বিরুদ্ধে ইসলামী ছাত্রশিবির রাজপথে প্রতিবাদ অব্যাহত রাখবে। শাকসু নির্বাচন নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ।
শাকসু নির্বাচন বিএনপি'র সংগঠন ছাত্রদল যে অনার্য দাবি করে বন্ধ করেছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বলেন, তারা শিক্ষার্থীদের অধিকার হরণ করেছে। যারা শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের পথে বাধা হয়ে দাঁড়ায় তারা শিক্ষার্থীদের পালস বুঝবে না। কারণ তাদের তো ছাত্র জীবন শেষ হয়ে গেলেও ছাত্রদলের পদ পদবীতে তারা বসে থাকে সুতরাং আদুভাই মার্কা দলের কাছ থেকে শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে না এটাই বাস্তবতা।
তিনি অন্তরবর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, যদি অনতিবিলম্বে শাকসু নির্বাচন দেওয়া না হয় তাহলে আন্দোলন তীব্র থেকে আরও তীব্রতর হবে এবং শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্রশিবিরের সংগ্রাম চলতে থাকবে। ছাত্রদল যে ধৃষ্টতা দেখাচ্ছে তার ফলস্বরুপ যেমন ভাবে তারা পাঁচটি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনগুলোতে শোচনীয়ভাবে হেরেছে তেমনি আগামী জাতীয় নির্বাচনেও তাদের পিতৃ সংগঠন বিএনপি লজ্জা জনক ভাবে হারবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের অফিস সম্পাদক মোঃ নুরুন্নবী, অর্থ সম্পাদক মোঃ আরিফ বিল্লাহ, সাহিত্য সম্পাদক আবু সালেহ সাদ্দাম, প্রকাশনা সম্পাদক হাফেজ আনিসুর রহমান, এইচআরডি সম্পাদক মুহা. শারাফাত হুসাইন লিটিল, তথ্য ও মিডিয়া সম্পাদক মোঃ মাসুদ রানা, দাওয়াহ সম্পাদক আল রাজীব, গবেষণা সম্পাদক মোঃ আফজাল হোসেন, বিতর্ক সম্পাদক মোর্শেদুল ইসলাম নাঈম, তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক মোঃ ওয়ালীউল্লাহ, স্পোর্টস সম্পাদক হাফেজ এবাদুল ইসলাম এবং সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মোঃ রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
টাঙ্গাইলে জামায়াতের নির্বাচনী প্রচারণাতে বিএনপির হামলা
এমন নেতা আমরা বেছে নেব, যাদের হাতে দেশ ও জাতি নিরাপদ : জামায়াত আমিরের স্ত্রী
ইবিতে নিয়োগ ঠেকাতে বিভাগীয় সভাপতিকে ‘অপহরণ’ ছাত্রদল আহ্বায়কের
যে দল নির্বাচিত হবে আমরা তাদের সঙ্গেই কাজ করতে প্রস্তুত: মার্কিন রাষ্ট্রদূত
ঠাকুরগাঁওয়ে জামায়াত প্রার্থীর বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ ও বিক্ষোভ মিছিল
অতীতে আমাদের সঙ্গে যা হয়েছে, সব মাফ করে দিয়েছি: জামায়াত আমির
কুমিল্লায় আমিরের সমাবেশ ঘিরে জামায়াতের ব্যাপক প্রস্তুতি
ভারতে বিমান বিধ্বস্ত, উপ-মুখ্যমন্ত্রীসহ নিহত ৫
দেশে পৌঁছেছে ২৯ হাজারের বেশি প্রবাসীর ভোটসহ পোস্টাল ব্যালট
পুতুলকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, জেলা বিএনপির সদস্যকে স্থায়ী বহিষ্কার