শিক্ষার্থীবান্ধব শিক্ষক গড়তে রাবিতে নবীন শিক্ষকদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ

প্রকাশিত: ২৭ জানুয়ারী, ২০২৬ ০১:০৩:১৮

শিক্ষার্থীবান্ধব শিক্ষক গড়তে রাবিতে নবীন শিক্ষকদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ

রাবি সংবাদদাতা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সদ্য নিয়োগপ্রাপ্ত নবীন শিক্ষকদের দক্ষ ও শিক্ষার্থীবান্ধব শিক্ষক হিসেবে গড়ে তুলতে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)। এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ১৪টি বিভাগের মোট ৫৭ জন নবীন শিক্ষক অংশগ্রহণ করছেন।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ইসমাঈল হোসেন সিরাজী ভবনের আইকিউএসি কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

কর্মশালায় নবীন শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য, গবেষণায় নৈতিক মানদণ্ড, পেশাগত সততা ও আচরণবিধি, শিক্ষক–শিক্ষার্থী সম্পর্ক, জ্ঞান সৃজন, আধুনিক ও সৃজনশীল কারিকুলাম প্রণয়ন, কার্যকর টিচিং পদ্ধতি, শিক্ষার্থীদের প্রতি পক্ষপাতিত্ব (বায়াসনেস) পরিহার, খাতা মূল্যায়ন পদ্ধতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি একজন শিক্ষার্থীবান্ধব শিক্ষক হয়ে উঠতে প্রয়োজনীয় গুণাবলি নিয়েও আলোকপাত করা হবে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই কর্মশালা।

এ আয়োজনের প্রশংসা করে নাট্যকলা বিভাগের নবীন শিক্ষক শাকিবুল হাসান বলেন, “কিছুদিন আগেও আমি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম। নতুন নিয়োগ পেয়েছি, কিন্তু শিক্ষকতা কীভাবে শুরু করবো—তা নিয়ে একধরনের অনিশ্চয়তা কাজ করছিল। এই সময়ে আইকিউএসি’র এমন প্রশিক্ষণ কর্মশালা নিঃসন্দেহে অত্যন্ত সহায়ক ও প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন।”

উদ্বোধনী অনুষ্ঠানে আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, “আমরা শুধু শেখাতে চাই না, নিজেরাও শিখতে চাই। এই কর্মশালার মূল উদ্দেশ্যই হলো একে অপরের কাছ থেকে শেখা। প্রতিটি সেশনই নবীন শিক্ষকদের জন্য কার্যকর ও উপযোগী। শিক্ষার্থীবান্ধব শিক্ষক হয়ে উঠতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “শিক্ষকতা এমন একটি পেশা, যেখানে সারাজীবন ধরে শেখার প্রক্রিয়া চলমান থাকে। নিজে না জানলে শিক্ষার্থীদের শেখানো সম্ভব নয়। একজন শিক্ষকের আত্মমর্যাদা ও আত্মসম্মানবোধ থাকা জরুরি, যা আসে নিজের যোগ্যতা সম্পর্কে সচেতন থাকার মাধ্যমে। তবে এটাও মনে রাখতে হবে—যোগ্যতা অর্জন করেই সব জানা হয়ে যায় না। শেখার জায়গা সবসময়ই খোলা রাখতে হবে।”

সভাপতির বক্তব্যে আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আবু রেজা বলেন, “নবীন শিক্ষকদের নিয়ে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা এই প্রথম আয়োজন করা হলো। নতুন দায়িত্বে এসে অনেক সময়ই কীভাবে শুরু করবেন—সে বিষয়ে দ্বিধা তৈরি হয়। আপনারা অনেকেই দেশে ও বিদেশে উচ্চতর ডিগ্রি সম্পন্ন করে এসেছেন। আধুনিক কারিকুলাম অনুসরণ করে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি আমাদের অভিজ্ঞতা ও আপনাদের নতুন ধারণার সমন্বয়ের মাধ্যমে শিক্ষার মান উন্নয়নই হোক আমাদের প্রধান লক্ষ্য।”

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. মাঈন উদ্দিন এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান। এছাড়াও উপস্থিত ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. মনিমুল হক, জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার এবং প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান।

উল্লেখ্য, এর আগে গত ৬ অক্টোবর ১৭টি বিভাগের ৮৪ জন নবীন শিক্ষককে নিয়ে অনুরূপ পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছিল আইকিউএসি।
 

এ সম্পর্কিত খবর

টাঙ্গাইলে জামায়াতের নির্বাচনী প্রচারণাতে বিএনপির হামলা

এমন নেতা আমরা বেছে নেব, যাদের হাতে দেশ ও জাতি নিরাপদ : জামায়াত আমিরের স্ত্রী

ইবিতে নিয়োগ ঠেকাতে বিভাগীয় সভাপতিকে ‘অপহরণ’ ছাত্রদল আহ্বায়কের

পাচারের সময় ২০০ বস্তা সার জব্দ করল স্থানীয়রা

অতীতে আমাদের সঙ্গে যা হয়েছে, সব মাফ করে দিয়েছি: জামায়াত আমির

ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব

কুমিল্লায় আমিরের সমাবেশ ঘিরে জামায়াতের ব্যাপক প্রস্তুতি

ভারতে বিমান বিধ্বস্ত, উপ-মুখ্যমন্ত্রীসহ নিহত ৫

শ্রমিক নেতা বাসু হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

দেশে পৌঁছেছে ২৯ হাজারের বেশি প্রবাসীর ভোটসহ পোস্টাল ব্যালট

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ