প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৫ ০৫:৩৯:০৬
প্রজন্ম ডেস্ক:
কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান ও উপাধ্যক্ষ মোহাম্মদ হায়দার মিঞার সাথে সৌজন্য সাক্ষাৎ ও নববর্ষের প্রকাশনা সামগ্রী উপহার প্রদান করেন কবি নজরুল কলেজ ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১২ টায় কলেজের অধ্যক্ষ ও উপাধ্যাক্ষের সাথে তারা সাক্ষাৎ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরে সেক্রেটারি দেলোয়ার হোসেন,কবি নজরুল কলেজ সভাপতি হাসিব বিন হাসান, সেক্রেটারি আরিফুর রহমানসহ কলেজের অন্যান্য নেতৃবৃন্দরা।
কবি নজরুল কলেজ ছাত্রশিবিরের সভাপতি হাসিব বিন হাসান বলেন,আজ আমরা কলেজ প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। নতুন বছরের প্রকাশনা সামগ্রী উপহার দেওয়ার মাধ্যমে আমরা শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে আমাদের দায়বদ্ধতাও তুলে ধরতে চাই। কলেজের সার্বিক শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে আমরা ইতিবাচক ভূমিকা রাখতে চাই। প্রশাসনের সহযোগিতা ও দিকনির্দেশনা আমাদের সবসময় অনুপ্রাণিত করে। সামনে আমরা আরও গঠনমূলক কার্যক্রম হাতে নিতে চাই, যাতে কলেজের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত হয়।
প্রজন্ম নিউস২৪
কেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় হামলা চালাল ?
হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইন উপদেষ্টা
ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা
গাজীপুরে বিএনপি প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
হাদিকে দেখতে গিয়ে ঢামেকে তোপের মুখে মির্জা আব্বাস
ওসমান হাদী গুলিবিদ্ধ, সাদিক কায়েমের হুঁশিয়ারি
নির্বাচনকে ঘিরে পতিত স্বৈরাচারের গুপ্ত হত্যার মিশনই আজকের ঘটনা
সর্বক্ষণ নজরদারিতে ছিলেন ওসমান হাদি
কবি নজরুল কলেজ অধ্যক্ষকে ছাত্রশিবিরের নববর্ষের প্রকাশনা উপহার