প্রকাশিত: ২৭ জানুয়ারী, ২০২৬ ০৭:৫১:১৮
প্রজন্ম ডেক্সঃ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) হিসাববিজ্ঞান বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মির্জা মো. তারেকের বিরুদ্ধে বহিষ্কারাদেশ কার্যকর থাকা অবস্থায় ক্যাম্পাসে প্রবেশ ও সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণের অভিযোগ উঠেছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, নারী কেলেঙ্কারি ও সহিংস ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে তিন সেমিস্টারের জন্য বহিষ্কার এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। রিজেন্ট বোর্ডের ২৫০তম সভার সিদ্ধান্ত মোতাবেক গত ৯ সেপ্টেম্বর থেকে বহিষ্কারাদেশ কার্যকর হয়। বিধি অনুযায়ী, বহিষ্কারকালীন সময়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ক্যাম্পাসে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।
তবে অভিযোগ রয়েছে, বহিষ্কারাদেশ এখনো পূর্ণ না হলেও তিনি নিয়মিত ক্যাম্পাসে প্রবেশ করছেন। এমনকি আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য সেমিস্টার ফাইনাল পরীক্ষায় তিনি অংশগ্রহণ করছেন বলেও একাধিক সূত্রে জানা গেছে। ধার্য্যকৃত অর্ধদন্ডও পরিশোধ করার ব্যাপারে বারবার প্রশাসনের সহযোগিতা চাইলেও প্রশাসনের কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায়নি।
এর আগেও বহিষ্কারাদেশ কার্যকর হওয়ার পর ১৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ছাত্রদলের পাম্পলেট বিতরণ কার্যক্রমে তারেককে অংশ নিতে দেখা যায়। ছাত্রদলের আগে তিনি ছাত্রলীগের রাজনীতির প্রচারণায় সক্রিয় ছিলেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থীরা বলছেন, বহিষ্কারাদেশ অমান্য করে ক্যাম্পাসে প্রবেশ ও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হলে তা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও ন্যায়বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট ব্যাখ্যা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: রোস্তম আলী জানান, 'বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাকে বলা হয়েছে, ওরা হাইকোর্টে বিষয়টা নিয়ে রিট করেছে। হাইকোর্ট থেকে ওকে পরীক্ষায় বসানোর কথা বলা হয়েছে, তাই আমরা ওকে অনুমতি দিয়েছি।'
প্রক্টর ড. মো. ইমাম হোসেন বলেন, 'ওরা আদালতে একটার রিট করেছে। আদালত ওর নিষেধাজ্ঞা তিন মাসের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছে। সে কারণে ও ক্যাম্পাসে আসতে পারছে।'
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী বহিষ্কারকালীন সময়ে শৃঙ্খলা পরিপন্থী কোনো কার্যক্রমে জড়িত হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারসহ আরও কঠোর ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে।
টাঙ্গাইলে জামায়াতের নির্বাচনী প্রচারণাতে বিএনপির হামলা
এমন নেতা আমরা বেছে নেব, যাদের হাতে দেশ ও জাতি নিরাপদ : জামায়াত আমিরের স্ত্রী
ইবিতে নিয়োগ ঠেকাতে বিভাগীয় সভাপতিকে ‘অপহরণ’ ছাত্রদল আহ্বায়কের
ইসরাইলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
ঠাকুরগাঁওয়ে জামায়াত প্রার্থীর বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ ও বিক্ষোভ মিছিল
অতীতে আমাদের সঙ্গে যা হয়েছে, সব মাফ করে দিয়েছি: জামায়াত আমির
ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব
কুমিল্লায় আমিরের সমাবেশ ঘিরে জামায়াতের ব্যাপক প্রস্তুতি