প্রকাশিত: ২৯ জানুয়ারী, ২০২৬ ০৫:৫৯:২৪
এই বক্তব্য এমন এক সময় আসলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আবারও কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নেওয়ার বিকল্প খোলা রয়েছে। এর জবাবে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র কোনো সামরিক অভিযান চালালে তারা দ্রুত ও কঠোর প্রতিক্রিয়া দেখাবে।
রুবিও বলেন, যুক্তরাষ্ট্র প্রয়োজনে আগাম ব্যবস্থা নিয়ে নিজেদের সেনা, আঞ্চলিক ঘাঁটি ও মিত্রদের রক্ষা করতে পারে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, পরিস্থিতি হয়তো সেই পর্যায়ে যাবে না।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প জানান, একটি বড় মার্কিন নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে। তিনি তেহরানকে দ্রুত আলোচনায় ফিরতে এবং পারমাণবিক অস্ত্র না তৈরির বিষয়ে চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানান। ট্রাম্প সতর্ক করে বলেন, সময় ফুরিয়ে আসছে এবং আগের হামলার চেয়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।
ইরান এই হুমকির কড়া সমালোচনা করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচি বলেন, হুমকির পরিবেশে কোনো আলোচনা সম্ভব নয়। তার মতে, চাপ সৃষ্টি করে আলোচনায় অগ্রগতি আনা যায় না।
বর্তমানে দুই দেশই নিজ নিজ অবস্থানে অনড়। যুক্তরাষ্ট্র চায় ইরান পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধ করুক। আর ইরান বলছে, শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম চালানোর অধিকার তাদের আছে এবং হুমকি ছাড়া আলোচনাই একমাত্র পথ।
উল্লেখ্য, ২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল। যুক্তরাষ্ট্রের দাবি, ওই হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা বড় ধরনের ধাক্কা খেয়েছে।
ভোলায় ইসলামী আন্দোলনের কোন নারী হেনস্তার ঘটনা ঘটেনি - চরফ্যাশন জামায়াত
ইরানে শাসন পরিবর্তন হলে পরবর্তী নেতা কে হবে, উত্তর নেই যুক্তরাষ্ট্রের কাছে।
চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ : হাইকোর্ট
সন্ত্রাস-দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: অধ্যাপক গোলাম রসুল
শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি : মাহদী আমিন
ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে কুপিয়ে জখম
তারেক রহমানকে লাল কার্ড দেখালেন রাবির সিনেট সদস্য ফাহিম রেজা