ভোটগ্রহণ শেষ ব্যালট বাক্স নেওয়া হচ্ছে নির্বাচন কমিশনে

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫ ০৭:৫৪:৪৬

ভোটগ্রহণ শেষ ব্যালট বাক্স নেওয়া হচ্ছে নির্বাচন কমিশনে

প্রজন্মডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ  (জাকসু)  ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে।  একে একে ব্যালট বাক্স নেওয়া হচ্ছে নির্বাচন কমিশনে (পুরাতন প্রশাসনিক ভবন)। এ সময় সতর্ক অবস্থান নিতে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পুরাতন প্রশাসনিক ভবন ও নির্বাচন কমিশনারের কার্যালয় ঘিরে বাড়তি নিরাপত্তা জোরদার করতে দেখা গেছে। এ সময় একে একে বিভিন্ন কেন্দ্র থেকে ব্যালট বাক্স নিয়ে নির্বাচন কমিশনে আসতে দেখা যায়। 

সরেজমিনে দেখা যায়, বিকেল ৫টার পরে পুরাতন প্রশাসনিক ভবনে ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলো থেকে আনা হচ্ছে ব্যালট বাক্স। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর, পুরাতন প্রশাসনিক ভবন, বটতলা, প্রান্তিক গেট, ডেইরি গেট, ট্রান্সপোর্টসহ বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া পুলিশের পাশাপাশি এপিবিএন, বিজিপি, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যদের মোতায়েন করা হয়েছে। 

ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, ট্রাফিক অ্যান্ড অপস)  আরাফাতুল ইসলাম জানান, ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জাকসু নির্বাচনকে কেন্দ্র করে ১৫৩৪ জন পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া গোয়েন্দা পুলিশ ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন রয়েছে।  যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।  

এ সম্পর্কিত খবর

বিএনপি নেতার কার্যালয়ে বোমা হামলা ও নিহতের ঘটনায় বিক্ষোভ

১০৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত হচ্ছে, ফাইলে প্রধান উপদেষ্টার স্বাক্ষর

‘বিএনপির উপর নিরর্ভর করছে এনসিপির সংসদে যাওয়া’

সাভারের ভাকুর্তায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদাণ

নোট অব ডিসেন্টের মাধ্যমে বিএনপির স্বৈরাচার হওয়ার চিন্তাভাবনা বোঝা যায়: তাহের

ফের জামায়াত আমির নির্বাচিত হলেন শফিকুর রহমান

বড় দলের ‘দয়া’ নিয়ে মাঠে নামা প্রার্থীদের সতর্ক করে যা বললেন পিনাকী ভট্টাচার্য

জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই: মির্জা ফখরুল

মাইশা মৃত্যুর বছর পেরোলেও দৃশ্যমান হয়নি সড়কের নিরাপত্তা কার্যক্রম

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো শাপলা কলি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ