প্রকাশিত: ২৬ মে, ২০২৫ ১১:৩২:৩৯
প্রজন্ম ডেস্ক : আগামী ২ জুন ঘোষিত হতে যাচ্ছে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের এটিই প্রথম বাজেট। দেশের সার্বিক পরিস্থিতির কারণে বাজেটকে ঘিরে তাই বিভিন্ন খাতের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রত্যাশাও বেশি। তাঁরা চান ব্যবসা-বাণিজ্যের পথে যেসব বাধা রয়েছে, সেগুলো দূর করার দিকনির্দেশনা থাকবে বাজেটে। বিভিন্ন খাতের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের বাজেট প্রত্যাশা নিয়েই এবারের মূল আয়োজন।
দেশের পরিবর্তিত পরিস্থিতিতে শেয়ারবাজার সংস্কারে যেসব উদ্যোগ নেওয়া আছে, সেগুলো দীর্ঘ মেয়াদে একটা টেকসই ও শক্তিশালী পুঁজিবাজার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে শেয়ারবাজারের এখন যে পরিস্থিতি, তাতে দীর্ঘমেয়াদি সংস্কারের পাশাপাশি জরুরি ভিত্তিতে স্বল্পমেয়াদি কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। কারণ, এই মুহূর্তে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা সবচেয়ে কম। প্রতিদিনই বাজার ছেড়ে যাচ্ছেন অনেক বিনিয়োগকারী। এ কারণে বাজেটে এমন কিছু পদক্ষেপ নিতে হবে, যাতে বিনিয়োগকারীদের বাজার ছেড়ে যাওয়া থামে। পাশাপাশি নতুন বিনিয়োগকারী বাজারে আসতে উৎসাহিত হন। শুধু কথা দিয়ে বিনিয়োগকারীদের বাজারে ধরে রাখা যাবে না। এ জন্য বাজেটে প্রণোদনা থাকতে হবে। বাজেটে সে ধরনের কোনো ব্যবস্থা না থাকলে বিনিয়োগকারীরা আরও বেশি বাজারবিমুখ হবেন। তখন বাজারে ফ্রি ফল বা বড় ধরনের পতন শুরু হতে পারে।
শেয়ারবাজারে ভালো বিনিয়োগকারী আনতে হলে ভালো কোম্পানি বাজারে আনতে হবে। বিদ্যমান কর কাঠামো দিয়ে সেটি সম্ভব হবে না। তাই শেয়ারবাজারে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন কোম্পানির মধ্যেকার করপোরেট কর হারের ব্যবধান বাড়িয়ে ১০ শতাংশে উন্নীত করার দাবি জানিয়েছি আমরা। আশা করছি বাজেটে তার প্রতিফলন থাকবে। সেটি হলে ভালো কোম্পানি বাজারে আসতে উৎসাহিত হবে। পাশাপাশি বিদ্যমান বিনিয়োগকারীদের বাজারে ধরে রাখতে ব্রোকারেজ হাউসগুলোর লেনদেন কর কমানোর পাশাপাশি সব ধরনের বিনিয়োগকারীর মূলধনি মুনাফাকে করমুক্ত করতে হবে। বর্তমানে ব্রোকারেজ হাউসগুলোর লেনদেনের ওপর থেকে লাখে ৫০ টাকা অগ্রিম আয়কর বা এআইটি কাটা হয়। সেটি কমিয়ে লাখে ১৫ টাকায় নামিয়ে আনার প্রস্তাব করেছি আমরা। তাতে বিনিয়োগকারীদের লেনদেন মাশুলও কমবে। বর্তমানে ৫০ লাখ টাকা পর্যন্ত মূলধনি মুনাফা করমুক্ত। ৫০ লাখ টাকার বেশি মুনাফায় কর রয়েছে। আগামী বাজেটে সেটি তুলে নেওয়া হলে তাতে বড় ও সম্পদশালী বিনিয়োগকারীরা বিনিয়োগে এগিয়ে আসবেন।
প্রজন্ম নিউজ 24/ মো: জিল্লুর রহমান
বালিয়াডাঙ্গীর আধার বাজারের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন ভটভটি উল্টে চালকসহ গুরুতর আহত ৭ জন।
যেদিন গ্রেপ্তার সেদিন থেকে সাজা কার্যকর: অ্যাটর্নি জেনারেল
মোহাম্মদপুরে ককটেলসহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক
উন্মুক্ত মাঠে এবছরের সব তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করলেন ড. মিজানুর রহমান আজহারী
৯ হাজার তরুণকে প্রশিক্ষণের কারণ জানালেন উপদেষ্টা আসিফ
মামদানির জয়ে নিউইয়র্কে সার্বভৌমত্ব হারিয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
সাক্ষী না আসায় ফের পেছাল সাক্ষ্যগ্রহণ
শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না
বিএনপি নেতার কার্যালয়ে বোমা হামলা ও নিহতের ঘটনায় বিক্ষোভ
বড় দলের ‘দয়া’ নিয়ে মাঠে নামা প্রার্থীদের সতর্ক করে যা বললেন পিনাকী ভট্টাচার্য