প্রকাশিত: ২২ জুন, ২০২৫ ০৫:০৯:৫২
প্রজন্মডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ২২ জুলাই ২০২৪ সোমবার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ দোকান মালিক সমিতি । ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার নেতৃত্বে আস্থা রাখার কথা বলেছিলেন।
সেদিন তিনি বলেছিলেন, “বিএনপি-জামাতের আগের ঘটনার বিচার হলে- আজকে তারা সাহস পেত না। সবাই জানে- কারা কারা এর সাথে জড়িত।
“আমাদের সবাইকে ধৈর্য ধারণ করতে হবে; আপনারা চিন্তা করেন- ১৪ বছর আগে আপনারা কোথায় ছিলেন, এখন কোথায় এসেছেন। ৭ দিন ব্যবসা বন্ধ থাকলে কিছু হবে না। এই সন্ত্রাসী জঙ্গিবাহিনীকে ধ্বংস করতে হবে, সেজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”
ইন্টারনেট বন্ধের বৈধতা দিয়ে তিনি বলেন; বিশ্বাস করি ইন্টারনেটের জন্য আপনাদের ব্যবসায় সমস্যা হচ্ছে, আমারও হচ্ছে , আমিও মোটামুটি ভাবে ১৪ বছর আগের তুলনায় চৌদ্দগুণ উপরে চলে এসেছি। সুতরাং সবারই ইন্টারনেটের অসুবিধা এটা খুব সহজভাবে নিন।
ছাত্র-জনতাকে দেশের শত্রু আখ্যা দিয়ে বলেন; যদি আমরা ব্যবসায় সমস্যা কঠিনভাবে নেই, আমাদের শত্রুরা মনে করবে আমরা যা করেছি, এ দেশটাকে স্টপ করে দিয়েছি।
সেদিন শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, “উনি আমাদের নেতৃত্বে দেবেন, ইনশাল্লাহ কোনো শক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। নেতৃত্বের প্রতি আমাদের আস্থা-বিশ্বাস আছে, মৃত্যুর পরও আস্থা-বিশ্বাস থাকবে।
ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ী গোষ্ঠী হিসেবে পরিচিত ছিল বসুন্ধরা গ্রুপ। সরকার পতনের পর সামনে আসছে তাদের জমি দখল ও অর্থপাচারসহ বিভিন্ন অনিয়মের তথ্য। কলেজ ছাত্রী মোশারাত জাহান মুনিয়া হত্যাকাণ্ড থেকে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের অব্যাহতির বিষয়টি নিয়েও প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে।
মুনিয়ার আত্মহত্যার অভিযোগ আছে আনভীরের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন মুনিয়ার বোন নুসরাত জাহান তানিয়া। মামলায় অভিযোগ করা হয়, ‘বিয়ের প্রলোভন’ দেখিয়ে সায়েম সোবহান আনভীর সম্পর্ক গড়ে তুলেছিলেন মুনিয়ার সঙ্গে। ওই বাসায় তার যাতায়াত ছিল। কিন্তু বিয়ে না করে তিনি উল্টো ‘হুমকি’ দিয়েছিলেন।
সিসিটিভির ভিডিও পরীক্ষা করে মুনিয়ার ফ্ল্যাটে আনভীরের যাতায়াতের ‘প্রমাণ পাওয়ার’ কথাও সে সময় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল।
প্রজন্মনিউজ২৪/এম মিল্লাত
সাভারের ভাকুর্তায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদাণ
নোট অব ডিসেন্টের মাধ্যমে বিএনপির স্বৈরাচার হওয়ার চিন্তাভাবনা বোঝা যায়: তাহের
বরগুনাতে চাঁদা দাবি ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি
ফের জামায়াত আমির নির্বাচিত হলেন শফিকুর রহমান
বড় দলের ‘দয়া’ নিয়ে মাঠে নামা প্রার্থীদের সতর্ক করে যা বললেন পিনাকী ভট্টাচার্য
জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই: মির্জা ফখরুল
মাইশা মৃত্যুর বছর পেরোলেও দৃশ্যমান হয়নি সড়কের নিরাপত্তা কার্যক্রম
ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো শাপলা কলি