রুমে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

প্রকাশিত: ২০ মার্চ, ২০২৪ ০১:৫৫:১৪ || পরিবর্তিত: ২০ মার্চ, ২০২৪ ০১:৫৫:১৪

রুমে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি: ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
 
দিবসের শুরুতে রাষ্ট্রদূত মো:মনিরুল ইসলাম দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর রাষ্ট্রদূত দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং বঙ্গবন্ধুসহ শহীদদের আত্মার মাগফিরাতের জন্য এক মিনিট নীরবতা পালন করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রামাণ্য চিত্র প্রদর্শন, তার জীবন ও সংগ্রামের ওপর আলোচনা অনুষ্ঠান, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং শিশু-কিশোরদের মধ্যে বঙ্গবন্ধুর জীবনী উপস্থাপন করা হয়।

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর দূতাবাসের কর্মকর্তারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন। বঙ্গবন্ধুর নীতি-আদর্শে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে হবে।


প্রজন্মনিউজ২৪/আরা
 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ