সাংবাদিক ইলিয়াস নিরুদ্দেশ, খুঁজছে পুলিশ

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:৩৬:৪৫ || পরিবর্তিত: ১৮ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:৩৬:৪৫

সাংবাদিক ইলিয়াস নিরুদ্দেশ, খুঁজছে পুলিশ

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনকে হাজির হওয়ার নোটিস দিয়েছে নিউইয়র্কের আদালত। মামলার বাদীর বাড়িতে বোমা মারার হুমকিসহ আদালত অবমাননার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

আগামী বুধবার (২১ ফেব্রুয়ারি) ইলিয়াস হোসেনের আদালতে হাজিরার দিন ধার্য করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।
 
অনলাইন অ্যাক্টিভিস্ট মিল্টন জ্যাকব ও প্রিমা রব্বানী, কুইন্স কাউন্টির ক্রিমিনাল আদালতে ইলিয়াসের বিরুদ্ধে মামলা করেন। সে মামলায় জামিন আবেদনের শেষ দিন ছিল পয়লা ফেব্রুয়ারি। সেদিন পুলিশের কাছে আত্মসমর্পণ করতে গেলে ইলিয়াসকে আটক করা হয়। তবে অভিযোগ জামিনযোগ্য হওয়ায় ৬ ঘন্টা পরই ছাড়া পান ইলিয়াস হোসেন। 

পরে ১৭ জানুয়ারি সশরীরে আদালতে হাজিরা দেয়ার কথা থাকলেও তিনি উপস্থিত হননি। ফলে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়।


প্রজন্মনিউজ২৪/এএন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ