প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৪ ১১:৪৪:৩১
নিজস্ব প্রতিনিধিঃ চীনের রাজধানী বেইজিংয়ে বাংলাদেশি কমিউনিটির আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩১ ও ঈদুল ফিতর উপলক্ষ্যে এক মিলনমেলার আয়োজন করা হয়েছে। এতে দেশীয় ঘরোয়া খেলা, বাংলা লোকসংগীত পরিবেশনসহ বাংলাদেশি নানা পদের খাবারের আয়োজন করা হয়।
শনিবার (২০ এপ্রিল) চীনের বেইজিং শহরের প্রাণকেন্দ্র চাওইয়াং পার্কে বাংলাদেশি কমিউনিটির এ আয়োজনে বিভিন্ন শ্রেণিপেশার লোকদের পাশাপাশি প্রবাসী শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। মিলনমেলার পৃষ্ঠপোষকতা করেন ইঞ্জিনিয়ার মো. সামছুল হক। বাংলাদেশ চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ও পিএইচডি গবেষক জান্নাতুল আরিফ সমন্বয়কের দায়িত্ব পালন করেন। প্রোগ্রাম পরিচালনার দায়িত্ব পালন করেন ক্যাপিটাল ইউনিভার্সিটির পিএইচডি গবেষক ডা. মো. মনিরুজ্জামান শিহাব ও চায়না ইউনিভার্সিটি অব পেট্রোলিয়ামের শিক্ষার্থী মঈন উদ্দিন হেলালী তৌহিদ
বাংলাদেশ কমিউনিটি-২০২৪ এর মিলনমেলা সফল করার জন্য নর্থ চায়না ইলেক্ট্রিক পাওয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থী শুভ্র, চিংহুয়া ইউনিভার্সিটির অর্জুন ও বেইজিং জিয়াতং ইউনিভার্সিটির সবুজ প্রোগ্রাম বাস্তবায়ন টিম মেম্বার হিসেবে কাজ করেন।
মিলনমেলায় আসা পিএইচডি গবেষক উম্মে হাবিবা সাদিয়া বলেন, দেশের বাইরে এরকম প্রোগ্রামে উপস্থিত হওয়া সবসময় আমার কাছে আনন্দের ব্যাপার। মিলনমেলায় অংশ নেওয়া শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শিমুল চন্দ্র সরকার বলেন, একসঙ্গে এত দেশি মানুষ দেখি আমি উচ্ছ্বসিত। অনুভূতি প্রকাশ করা সম্ভব না।
মিলনমেলার পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার মো. সামছুল হক বলেন, আমি গত ৪৫ বছর ধরে বেইজিংয়ে বসবাস করছি। আশা রাখছি আগামী দিনে এরকম আরও দেশি প্রোগ্রাম আয়োজনের সঙ্গে আমি সরাসরি সম্পৃক্ত থাকতে পারব। প্রোগ্রামের সমন্বয়ক জান্নাতুল আরিফ বলেন, আমাদের দেশীয় সংস্কৃতির প্রচার ও প্রসারের জন্য আগামী দিনেও আমাদের বিভিন্ন ধরনের প্রয়াস অব্যাহত থাকবে।
বিভিন্ন ধরনের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও র্যাফেল ড্র মধ্য দিয়ে দিনব্যাপী এ মিলনমেলার সমাপ্তি ঘোষণা করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
প্রজন্মনিউজ২৪/আরা
সাভারের ভাকুর্তায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদাণ
নোট অব ডিসেন্টের মাধ্যমে বিএনপির স্বৈরাচার হওয়ার চিন্তাভাবনা বোঝা যায়: তাহের
ফের জামায়াত আমির নির্বাচিত হলেন শফিকুর রহমান
বড় দলের ‘দয়া’ নিয়ে মাঠে নামা প্রার্থীদের সতর্ক করে যা বললেন পিনাকী ভট্টাচার্য
জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই: মির্জা ফখরুল
বিএনপির এখন ‘না’ বলার কোনো অপশন নাই: নাসীরুদ্দীন পাটওয়ারী
হ্যাঁ’ এবং ‘না’ পোস্টে কেন ফেসবুকে তোলপাড়...
গ্লোবাল চেঞ্জমেকার ফেলো নির্বাচিত হলেন বাংলাদেশের রনি
জাতীয় নির্বাচনের আগে নভেম্বরেই গণভোট দিতে হবে: ডা. তাহের
আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন: নাসীরুদ্দীন পাটওয়ারী