চরফ্যাসনে বৃষ্টির প্রত্যাশায় ইসতিসকার নামাজ আদায়

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৪ ০৩:১৮:১৪

চরফ্যাসনে বৃষ্টির প্রত্যাশায় ইসতিসকার নামাজ আদায়

ভোলা জেলা প্রতিনিধি: ভোলার চরফ্যাসনে তাপদাহ থেকে মুক্তি ও রহমতের বৃষ্টির প্রত্যাশায় সালাতুল ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকালে চরফ্যাসন আলিয়া মাদ্রাসার ঈদগাহ মাঠে ইসতিসকার নামাজ আদায় করা হয়। নামাজে বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহণ করেছেন। নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়। এসময় সৃষ্টিকর্তার কাছে নিজেদের পাপের জন্য অনুতপ্ত ও ক্ষমা চেয়ে অঝোরে কেঁদেছেন ইমাম ও মুসল্লিরা।

নামাজে ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন চরফ্যাসন ঈদগাহ জামে মসজিদের ইমাম মাওলানা মো. ইয়াছিন সাহেব। 

তিনি জানান, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন হলে তিনি বিপদ-আপদ, দুঃখকষ্ট, বালা-মুসিবত অবশ্যই দূর করে দেন। দুনিয়ায় আল্লাহর অজস্র কুদরত ও নিদর্শনের মধ্যে বৃষ্টি এক বিশেষ নিদর্শন। বৃষ্টি পরিবেশের ভারসাম্য রক্ষা করে ও জমির উর্বরতা বৃদ্ধি করে। বৃষ্টি আল্লাহর খাস রহমতের নিদর্শন।


প্রজন্মনিউজ২৪/এমএম 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ