আমি দূর সাহস দেখি না

প্রকাশিত: ০৩ মার্চ, ২০২৪ ১১:২৬:০৬ || পরিবর্তিত: ০৩ মার্চ, ২০২৪ ১১:২৬:০৬

ইব্রাহিম কাওসার 

আমি দূর সাহস দেখি না
তোমায় নিয়ে কাব্য রচনার,
দূর সাহস দেখি না'আমি,
কারণ তুমি প্রভুর তৈরি 
এক নৈসর্গিক কাব্য। 

আমি যখন তোমাকে নিয়ে
দু'চারটি লাইন লেখার চেষ্টা করি
আমি ব্যর্থ হই- হই লজ্জিত,
কারণ তুমি নিজেই'তো 
এক জীবন্ত কাব্য।

আমি যখন তোমাকে নিয়ে 
কল্পনার জগতে হারিয়ে যাই
তখন দেখতে পাই...
তোমার কোকিল কালো কেশ,
 মুক্তা ঝড়া হাসি
কণ্ঠে মধুর তেলাওয়াত। 

তোমার প্রতিটি জোড়া যেন
এক অপূর্ব ছন্দে গাঁথা।
তাই'তো আমি তোমায় নিয়ে 
কাব্য রচনার দূর সাহস দেখি না। 

আমি জানি, তুমি একদিন আসবে 
শাবানের কোন এক গোধূলি বিকেলে,
বসন্তের ফুলের ঘ্রাণ
কোকিলের কুহু কুহু তান
তার অগ্রিম বার্তা নিয়ে আসে,
আমি থাকবো তোমার জন্য সেদিনের প্রতিক্ষায়- শত বছরের বিরামপুরের সেই বট বৃক্ষের ন্যায়।
তুমি আসবে আমার এই নির্সঙ্গ জীবনে প্রভুর রহমত হয়ে।
 
তুমি ধ্রুব তাঁরা হয়ে আসবে 
আমার শূন্য কুঁঠিরে।
তুমি জোসনার আলো ছড়াবে 
আমার অন্ধকার ভূবনে।

তুমি আসলেই হবে ঈমানের পূর্ণতা
তাই'তো এই হৃদয়ে এত বেকুলতা।
তুমি আসলেই হবে ষোলকলা পূর্ণ 
আর আমি হবো ধন্য।

"আমার একরাশ শূণ্যতার মাঝে
তুমি হবে এক বিশাল পূর্ণতা"
"খুঁজি না তোমাকে সাতরঙা রংধনুতে
খুঁজি'তো ফুরকানের ৭৪ নং আয়াতে"।

"চাঁদ নয়, সূর্য নয়, নয় তুমি পাহাড়ি ঝর্ণা 
যদি বলি ফুল তাহলে হবে ভুল 
তুমি তোমার তুলনা"
তাই'তো আমি তোমায় নিয়ে 
কাব্য রচনার দূর সাহস দেখি না।


প্রজন্মনিউজ২৪/এএন

এ সম্পর্কিত খবর

সাভারের ভাকুর্তায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদাণ

নোট অব ডিসেন্টের মাধ্যমে বিএনপির স্বৈরাচার হওয়ার চিন্তাভাবনা বোঝা যায়: তাহের

বরগুনাতে চাঁদা দাবি ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি

ফের জামায়াত আমির নির্বাচিত হলেন শফিকুর রহমান

বড় দলের ‘দয়া’ নিয়ে মাঠে নামা প্রার্থীদের সতর্ক করে যা বললেন পিনাকী ভট্টাচার্য

জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই: মির্জা ফখরুল

মাইশা মৃত্যুর বছর পেরোলেও দৃশ্যমান হয়নি সড়কের নিরাপত্তা কার্যক্রম

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো শাপলা কলি

বিএনপির এখন ‘না’ বলার কোনো অপশন নাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

চাঁদাবাজির অভিযোগ করায় ব্যবসায়ীর বাড়িতে ককটেল হামলা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ