পাবনায় রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী, ২০২৪ ০২:৩৭:০৭

পাবনায় রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে আর আর পি গ্রুপের আয়োজনে রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) রাতে আরআরপি এগ্রো ফামর্সের পৃষ্টপোষকতায়  জমকালো আয়োজনে ‘ইসলামপুর ভূতেরগাড়ি রাত্রীকালীন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল’ অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় ঈশ্বরদী কিংস ৩-০ গোলে জয় পেয়েছে। আরআরপি ক্রীড়া মাঠে অনুষ্ঠিত খেলায় ঈশ্বরদী কিংস তাদের প্রতিপক্ষ শালিং একাদশকে পরাজিত করে।

এর আগে টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করেন ঈশ্বরদী-আটঘরিয়া (পাবনা-৪) আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ। এর পরেই বর্ণিল আতশবাজিতে মুখরিত হয়ে উঠে মাঠ। এতে আশপাশে প্রচুর মানুষ অংশ নেয়।

আরআরপি এগ্রো ফামর্সের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মনসুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর-বাগাতিপাড়া (নাটোর-১) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান, পৌর মেয়র ইছহাক আলি মালিথা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহমেদ শরীফ ডাবলু, জেলা পরিষদের সদস্য তফিকুজ্জামান রতন মহলদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, আরআরপি ফিড মিলের কর্ণধার রফিকুল আলম রফিক প্রমুখ।

আয়োজনের ব্যাপারে রফিকুল আলম রফিক বলেন, এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজনের মধ্য দিয়ে আজ ঈশ্বরদীবাসীর মিলন মেলা হয়েছে। অপসংস্কৃতি সমাজকে গ্রাস করছে। এর থেকে যুব সমাজকে বের করে মাঠে টেনে আনতে এই আয়োজন প্রতিবছর করে থাকে আরআরপি গ্রুপ।


প্রজন্মনিউজ২৪/এএন

এ সম্পর্কিত খবর

খুলনার নর্দান ইউনিভার্সিটিতে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির পরিদর্শন এবং "সেন্টার অব এক্সিলেন্স" এর উদ্বোধন

পবিপ্রবি ও ভারতের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা চুক্তি

বশেমুরবিপ্রবিতে গুচ্ছভুক্ত ‘এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নোবিপ্রবিতে " এ " ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষায় উপস্থিতি হার ৮৭•৮৫ শতাংশ

পবিপ্রবিতে জিএসটি গুচ্ছভুক্ত 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জীববিজ্ঞানের অনুবাদমূলক গবেষণা নিয়ে রাবিতে আন্তর্জাতিক কনফারেন্স আয়োজিত

নির্বিঘ্নে সম্পন্ন হাবিপ্রবি কেন্দ্রের গুচ্ছ ভর্তি পরীক্ষা

আইনমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার না বাংলাদেশের

আজ শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী

এক মৌসুম পর প্রিমিয়ার লিগে ফিরল লেস্টার সিটি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ