দিনব্যাপী পিঠা উৎসব আয়োজনে লক্ষ্মীপুর হলি গার্লস

প্রকাশিত: ২০ জানুয়ারী, ২০২৪ ০৬:০৫:৫৬ || পরিবর্তিত: ২০ জানুয়ারী, ২০২৪ ০৬:০৫:৫৬

দিনব্যাপী পিঠা উৎসব আয়োজনে লক্ষ্মীপুর হলি গার্লস

লক্ষ্মীপুর প্রতিনিধি: বাহারি রকম পিঠাপুলি সাথে পরিচয় করিয়ে দিতে ব্যতিক্রমী আয়োজন করে লক্ষ্মীপুর হলি গার্লস। পৃথক পৃথক স্টলে নানা রকম পিঠাপুলির পসরা সাজিয়ে বসেছেন শিক্ষার্থীরা। এর মধ্যে কতিপয় পিঠা একেবারেই নতুন আবার কিছু অতিপরিচিত। প্রতিটা পিঠার ওপরে লেখা আছে পরিচিতি নাম ও মূল্য। এসব পিঠার নামও বেশ বাহারি। শিশুরা বাবা-মায়ের হাত ধরে ঘুরে দেখছেন স্টল। জানছেন নতুন নতুন পিঠা সম্পর্কে। এ সময় পুরো স্কুল মাঠ রূপ নিয়েছে অন্যরমক মিলনমেলায়।

পিঠা উৎসবে ২০টি পৃথক স্টলে ছিল প্রায় ২ শতাধিক বাহারি রকম পিঠাপুলি  ভাপাপুলি, দুধপুলি, আওলা কেশরি, পুলি, ঝিনুক, পাটিসাপটা, জামাই সোহাগী, গোলাপ, চিতই, কানমুচরি, পায়েস, পুডিং, তেল পিঠা, দুধ চিতই, ফুল পিঠা, ক্ষির, মুঠা পিঠা, রস গোলাপ ও কেকসহ শতাধিক পিঠাপুলি। জানা-অজানা পিঠার সম্পর্কে জানতে পেরে এবং স্বাদ গ্রহণ করতে পেরে খুশি শিক্ষার্থীরা।

হারিয়ে যাওয়া ঐতিহ্যের শীতের এই পিঠার এমন ব্যতিক্রমী আয়োজনে খুশি অভিভাবক ও স্থানীয়রা। তাদের চাওয়া প্রতি বছরই যেন এমন আয়োজন করা হয়। বিদ্যালয়ের সভাপতি সৈয়দ সরদার আহমেদ বলেন, শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি গ্রামীন সংস্কৃতি চর্চা করতে এ উৎসবের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের সমৃদ্ধি করতে আমরা এমন আয়োজন করে আসছি।

উৎসব শেষে আয়োজকদের পক্ষ থেকে পুরষ্কার পেয়ে খুশি পিঠা উৎসবে অংশগ্রহনকারী পিঠা স্টলের শিক্ষার্থীরা। এমন আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে প্রত্যাশা রাখেন শিক্ষার্থীরা।


 প্রজন্মনিউজ২৪/এএন

 

এ সম্পর্কিত খবর

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী আজ

ইউনিভার্সিটি মিলনায়তনে আয়োজন করে বিএনডিপি

শাহজালাল (র.) ওরস উপলক্ষে ঐতিহাসিক লাকড়ি তোড়া উৎসব অনুষ্ঠিত

পেনশন স্কীম বাতিলের দাবিতে হাবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সভা

প্রতিষ্ঠানগুলোকে এতটা অকার্যকর করা হয়েছে, যা ৫৩ বছরেও ঠিক করা যাবে না: সেমিনারে বক্তারা

টি-টোয়েন্টি বিশ্বকাপের দলগুলোর স্কোয়াড

ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম বেড়ে দ্বিগুণ

বাজারে ‘হালাল’ পানীয় আনছেন মেসি

জেলেদের চাল বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষে ৫ পুলিশসহ আহত ২০

হাবিপ্রবিতে “কৃষি উৎপাদনে প্রযুক্তির ব্যবহার” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ