নববর্ষ  উপলক্ষ্যে  ঐতিহ্য  বাহি  গরুর দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত।

প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২২ ০৭:৫১:৪৫

নববর্ষ  উপলক্ষ্যে  ঐতিহ্য  বাহি  গরুর দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত।

আল-আমিন গোলদার বটিয়াঘাটা প্রতিনিধি:বটিয়াঘাটার  জলমা ইউনিয়ন  মল্লিকের মোড় এলাকায় গতকাল বিকাল চারটায় গ্ৰাম বাংলার প্রাচীন ঐতিহ্য বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে বাৎসরিক গরুর দৌড় প্রতিযোগিতা মেলা ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । অনুষ্ঠান উদ্বোধন করেন জলমা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান বিধান রায় । 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বটিয়াঘাটা মুক্তিযোদ্ধা কমান্ডারের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার । অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সাংবাদিক  ইন্দ্রজিৎ টিকাদার । বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ মোঃ শহিদুল ইসলাম' সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি ছিলেন জলমা ইউনিয়ন আ'লীগের সাবেক আহ্বায়ক গোবিন্দ মল্লিক, ইউপি সদস্য অশোক কুমার মন্ডল, মোঃ রেজাউল সরদার রেজা, ইউপি সদস্যা তপতী রাণী বিশ্বাস । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগ নেতা রাজকুমার রায়, শিক্ষক প্রদীপ গাইন,  রথিন মল্লিক, সুমন হালদার, অমিত মল্লিক,বিপন রায় প্রমূখ । অনুষ্ঠানে শেষে অতিথিবৃন্দ গরুর দৌড় প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ।


প্রজন্মনিউজ২৪/রেদওয়ান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ