বিশ্বসেরা তারকা থাকার পরেও বেঙ্গালুরু কোন শিরোপা না জেতার কারন জানালেন ভন

প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৪ ১২:৩৭:৩২

বিশ্বসেরা তারকা থাকার পরেও বেঙ্গালুরু কোন শিরোপা না জেতার কারন জানালেন ভন

অনলাইন সংস্করণ: ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, কেভিন পিটারসেন, ব্রেন্ডন ম্যাককালামদের মতো কিংবদন্তিরা খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে (আরসিবি)। বিরাট কোহলি খেলছেন প্রতিষ্ঠালগ্ন থেকে। আছেন গ্লেন ম্যাক্সওয়েলের মতো তারকা। বর্তমানে দলটিকে নেতৃত্বে দিচ্ছেন ফাফ ডু প্লেসি, যিনি চেন্নাই সুপার কিংসের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে আগে চারটি শিরোপা জিতেছেন। কিন্তু একটা ট্রফির জন্য বেঙ্গালুরুর হাহাকার এখনো ফুরোয়নি।

আইপিএলের আগের ১৬ আসরে তিনবার ফাইনাল খেলে প্রতিবারই বেঙ্গালুরু হয়েছে রানার্সআপ। বিলুপ্ত টুর্নামেন্ট চ্যাম্পিয়নস লিগ টি–টোয়েন্টিতে একবার ফাইনাল খেলে সেটিতেও হার। এবারের আইপিএলে তো আরও রুগ্ণ দশা বেঙ্গালুরুর। ৬ ম্যাচে মাত্র এক জয় নিয়ে আছে পয়েন্ট তালিকার তলানিতে। ঘুরে দাঁড়ানোর অদম্য গল্প লিখতে না পারলে প্লে–অফে ওঠার সম্ভাবনা নেই বললেই চলে।

প্রশ্ন হচ্ছে—এত বড় মাপের খেলোয়াড় থাকার পরও বেঙ্গালুরু কেন কখনো ট্রফি জিততে পারেনি? সেই উত্তর খুঁজে বের করেছেন মাইকেল ভন। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ভন মনে করেন, দলীয় সংস্কৃতি ঠিক করতে না পারলে একক কোনো তারকার হাত ধরে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব নয়। 

ভারতীয় ইউটিউবার রণবীর আল্লাহবাদিয়ার ইউটিউব চ্যানেলের ‘দ্য রণবীর শো’তে ভন বলেছেন, ‘আমার মনে হয়, বেঙ্গালুরুর ব্যর্থতার কারণ দলের চেয়ে ব্যক্তিকে প্রধান্য দেওয়া। ক্রিকেট দলীয় খেলা, এটা তাদের বুঝতে হবে। আপনি নিলামে বিপুল অর্থ দিয়ে বড় নামের খেলোয়াড় কিনে দল ভারী করতে পারেন। কিন্তু এর অর্থ এই নয়, আপনি (শিরোপা) জিতে যাবেন।’

মৌসুমের পর মৌসুম ধরে বেঙ্গালুরুর ব্যর্থতার কারণ হিসেবে আরেকটি জিনিসের ঘাটতি দেখেন ভন, ‘ওরা কয়েকজন অবিশ্বাস্য খেলোয়াড়কে সই করিয়েছে—এবি ডি ভিলিয়ার্স, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, ফাফ (ডু প্লেসি)। কিন্তু আপনি যদি দলকে নিয়ন্ত্রণ করতে না পারেন, প্রত্যেক খেলোয়াড়কে তার ভূমিকা বোঝাতে না পারেন, দলকে নতুনভাবে সাজাতে না পারেন, কোনো একজনকে আলাদাভাবে বাজিয়ে না দেখেন এবং তাকে পূর্ণ স্বাধীনতা না দেন, তাহলে সাফল্য আসবে না। আরসিবিকে এমন কিছু করতে দেখিনি।’

বেঙ্গালুরু ম্যানেজমেন্ট কোহলিকে ওপেনিংয়ে পাঠিয়ে ভুল করছে বলেও মনে করেন ভন, ‘আপনি দেখে থাকবেন, কোহলি ওপেন করলে প্রায় সব প্রতিপক্ষ বাঁহাতি স্পিনার দিয়ে প্রথম ওভার করায়। কোহলি ব্যাটিংয়ে থাকলে লেগ সাইডে বাউন্ডারিতে দুজন ফিল্ডার রেখে বল করে। কোহলি বড়জোর দুটি সিঙ্গেল নিতে পারে। বোলারও জানে, সে ওই ওভারে ৩ বা ৪ রান দেবে। ফিল্ডিং করা দলের জন্য এটা একদম নিখুঁত শুরু। আমার অবাক লাগে আরসিবির ব্যাপারটা আদৌ চোখে পড়ে কি না। যদি ওরা (কোহলির পরিবর্তে) কোনো বাঁহাতি ব্যাটসম্যানকে দিয়ে ওপেন করাত, তাহলে সে প্রথম ওভারে দুটি ছক্কা মারত। প্রথম ওভারেই আরসিবি ১৩ থেকে ১৫ রান পেয়ে যেত।’


প্রজন্মনিউজ২৪/এএন

এ সম্পর্কিত খবর

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এপ্রিল ২০২৪ এইচআরএসএস এর মাসিক মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদন।

খালে ভাসছে বাঘের দেহ! 

সম্মানহানির বিচার চেয়ে জবি শিক্ষকের বিরুদ্ধে ডীনের অভিযোগ

ধুনটে সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নসেবার কমিটি গঠন 

শিক্ষামন্ত্রীসহ সরকারের পদত্যাগের দাবি জানালেন জয়নুল আবদিন ফারুক

ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে খাবার পানি, স্যালাইন এবং গামছা বিতরণ অনুষ্ঠিত

সময় তিন অক্ষরের এক ছোট নাম কত মূল্যবান

সিলেট অঞ্চলে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা

সিলেট নগরীর সুরমা টাওয়ার থেকে পড়ে সিসিকের এক কর্মচারির মৃত্যু

পিরোজপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ইঞ্জিনিয়ার নিহত

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ