ঈদবাজার মাতাতে আসছেন কালীগঞ্জের ছোট বাবু

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২১ ০৬:৫২:৫৭ || পরিবর্তিত: ১৫ জুলাই, ২০২১ ০৬:৫২:৫৭

ঈদবাজার মাতাতে আসছেন কালীগঞ্জের ছোট বাবু

কালীগঞ্জের কৃষক হান্নান কোরবানীর জন্য প্রস্তুত করেছেন বেশ কয়েকটি গরু। এর মধ্যে প্রায় ২০ মন ওজন এর একটি গরু রয়েছে। সেই গরুটির নাম হলো ছোট বাবু, গরুটির গায়ের রং লালচে। গরুটি লম্বায় ৬ফুট, উচ্চতায় ৫ফুট।

গরুটিকে দেখতে অনেক উৎসুক, ঝিনাইদাহ কালীগঞ্জের অনেক মানুষ প্রতিদিন হান্নানের খামারে ছোট বাবুকে দেখতে আসেন।

খামারী হান্নান শখের বসে গরুটির নাম দিয়েছেন ছোট বাবু। কোরবানীর ঈদ উপলক্ষে সকল ক্রেতার নজর কড়বে গরুটি এমনটা প্রত্যাশা খামারী হান্নানের ও এলাকাবাসীর।

হান্নান জানান, ছোট বাবুকে যত্নসহকারে সাড়ে তিন বছর যাবৎ প্রাকৃতিক খাদ্যে লালনপালন করছেন। গরুটিকে স্বাভাবিক খাবার সবুজ ঘাস,ভূষি, খৈল, ভূট্টা, খড়ের পাশাপাশি মাল্টাও খেতে দেওয়া হয়। 

খামারী হান্নান চলমান করোনা পরিস্থিতির কারণে গরুটির ন্যায্য মূল্য নিয়ে দুশ্চিন্তায় আছেন। গরুটির ন্যায্য মূল্য পেতে সকলের সহযোগীতা কামনা করছেন।

 

প্রজন্মনিউজ২৪/জিহাদ হোসনে

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ