এবার স্যাটেলাইট যুদ্ধে বেজোস বনাম এলন মাস্ক

প্রকাশিত: ২৭ জানুয়ারী, ২০২১ ০৪:০০:১০

এবার স্যাটেলাইট যুদ্ধে বেজোস বনাম এলন মাস্ক

বিশ্বে দুই শীর্ষ ধনী মার্কিন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা এলন মাস্ক।  স্পেসএক্সে রকেট কোম্পানির মালিকও এলন মাস্ক। গত কয়েক মাস ধরে শীর্ষত্ব নিয়ে আলোচনায় তারা। বিশ্বের শীর্ষ ধনী একবার বেজোস হন তো একবার হন এলন।


স্পেসএক্সের প্রধান নির্বাহী এলন মাস্কের আনুমানিক সম্পদের পরিমাণ এখন ২০ হাজার ৯০০ কোটি ডলার। অন্যদিকে বেজোসের সম্পদের পরিমাণ ১৯ হাজার ২০০ কোটি ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য অনুযায়ী বলা যায়, তাঁদের দুজনের সম্পত্তি বিশ্বের অর্ধেকেরও বেশি দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) সমান। 

এখন এই দুজনের মধ্যে ঝামেলা হচ্ছে, স্পেসএক্স চাইছে তার স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংকের লাইসেন্স পরিবর্তন করতে। বর্তমানে কক্ষপথে স্পেসএক্সের প্রায় ৯০০টি স্টারলিংক উপগ্রহ রয়েছে। ২০১৯–এর মে মাস থেকে হাজার হাজার ছোট ব্রডব্যান্ড-বিমিং উপগ্রহ সমন্বয়ে একটি মেগাকন্টেললেশন তৈরির লক্ষ্যে ৬০টি ধাপে স্টারলিংক ইন্টারনেট উপগ্রহ চালু করে স্পেসএক্স। স্পেসএক্সের ইতিমধ্যে ফেডারেল সরকারের কাছ থেকে কয়েক হাজার উপগ্রহ উৎক্ষেপণের অনুমতি রয়েছে। এখন ফেডারেল যোগাযোগ কমিশনের সঙ্গে সাম্প্রতিক এক আলোচনায় স্পেসএক্স জানিয়েছে যে তারা কয়েক হাজার উপগ্রহকে পূর্বনির্ধারিত বা যা অনুমোদন আছে, তার চেয়ে আরও কম উচ্চতায় স্থাপন করতে চায়। 


এই প্রস্তাবিত পরিবর্তনে স্টারলিংকের উপগ্রহগুলো আরেকটি প্রস্তাবিত স্যাটেলাইট ইন্টারনেট সেবার পথে স্থাপন হতে পারে। যার নাম প্রজেক্ট কুইপার, যার প্রস্তাব আমাজন দিয়েছিল। সংস্থাটি এখনো কোনো উপগ্রহ চালু করেনি, তবে প্রকল্পের জন্য এটি একটি এফসিসি লাইসেন্স নিশ্চিত করেছে। 

আমাজনের বর্তমান পরিকল্পনার মধ্যে রয়েছে প্রজেক্ট কুইপারের কয়েকটি উপগ্রহকে পৃথিবী পৃষ্ঠের ৫৯০ কিলোমিটার ওপরে কক্ষপথে স্থাপন করা। অন্যদিকে স্পেসএক্স তার লাইসেন্সের যে পরিবর্তন আনতে চাচ্ছে, তাতে তারা তাদের তিন হাজার স্যাটেলাইট ৫৪০ থেকে ৫৭০০ কিলোমিটার উচ্চতায় প্রদক্ষিণ করতে পারবে, যা আমাজনগুলোর খুব কাছে। সংস্থাটির আপত্তি এখানেই। তারা মনে করছে তাদের নেটওয়ার্কে স্টারলিংকের হস্তক্ষেপ হবে। তবে স্পেসএক্স এই আশঙ্কা দূর করে দিচ্ছে। এমনকি এ বিষয়ে শঙ্কা নেই জানিয়ে টুইটও করেছে এলন মাস্ক। বিষয়টি আমাজন সহজভাবে নিচ্ছে না। 
প্রজন্মনিউজ২৪/মাহমুদুল

এ সম্পর্কিত খবর

কাশ্মীর উপত্যকায় উত্তেজনা, সেনা অভিযানে একজন নিহত

উপজেলা নির্বাচনে এমপি-মন্ত্রীরা প্রভাব ফেলতে পারেন

ঘোড়াঘাটে উপজেলা পরিষদ নির্বাচনে চাপমুক্ত আওয়ামী লীগ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাঁচবে হাজারও কোটি টাকার সম্পদ

মোস্তাফিজকে নিয়ে বিসিবির ভাবনা ঠিক নেই: হার্শা ভোগলে

ইউক্রেন-ইসরায়েলকে আরও ৯৫ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

বন্যার পর ঘন কুয়াশার প্রকোপে আরব আমিরাত

গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলের ভেতর গভীরতম হামলা হিজবুল্লাহর

গুচ্ছের হাবিপ্রবি কেন্দ্রে তিন ইউনিটে পরীক্ষার্থী ১২৩৪১ জন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ