হঠাৎ ফেজবুক বন্ধে কত ডলার খোয়ালেন জাকারবার্গ

প্রকাশিত: ০৬ মার্চ, ২০২৪ ০১:৪৩:০৬

হঠাৎ ফেজবুক বন্ধে কত ডলার খোয়ালেন জাকারবার্গ

নিজস্ব প্রতিবেদক: বিশ্বজুড়ে হঠাৎ বন্ধ হয়ে যায় মেটা দ্বারা পরিচালিত প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেড এবং মেসেঞ্জার। যা নিয়ে রীতিমতো হইচই শুরু হয়ে যায়। যদিও তা ছিল সাময়িক।

গতকাল মঙ্গলবার (৫ মার্চ) রাত ৯টার পর সার্ভার ত্রুটির কারণে হঠাৎ বিভ্রাট দেখা দেয় এসব প্ল্যাটফর্মে। পরে রাত সোয়া ১০টার পর পুনরায় অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেন ব্যবহারকারীরা।

জানা গেছে, হঠাৎ এমন বিভ্রাটে মেটার শেয়ারের দামও ১.৫ শতাংশ কমে গেছে। একই সঙ্গে এর কারণে মার্ক জাকারবার্গ প্রায় ১০০ মিলিয়ন ডলার রাজস্ব হারিয়েছেন। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের।

শুধু মুঠোফোন ব্যবহারকারীরা নয়, কম্পিউটারে ফেসবুক ব্যবহারকারীরাও একই সমস্যায় পড়েছেন। ওয়েবসাইট পর্যবেক্ষক প্রতিষ্ঠান ডাউন ডিটেকটরের গ্রাফে দেখানো হয়েছিল, রাত ৯টা থেকে ৯টা ৩২ মিনিট পর্যন্ত ৩ লাখ ৫২ হাজার ২৯ জন ফেসবুক ব্যবহারকারী অভিযোগ করেছেন তারা ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হয়েছেন।

ডেইলি মেইল বলছে, রাত ৯টার পর বিভ্রাট দেখা দেয়। পরে ১০টার দিকে থ্রেডসে এক বার্তায় মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা সবাইকে কয়েক মিনিট অপেক্ষা করতে বলেন। রাত সাড়ে ১০টার দিকে ফেসবুকের সমস্যা দূর হয়।

এমন পরিস্থিতিতে ব্যবহারকারীদের সচেতন থাকতে পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। তারা ফেসবুক ব্যবহারকারীদের কিছু কাজ করতে নিষেধ করেছেন।

তারা বলছেন, এখন ফেসবুক পেজে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক না করা। ফেসবুক অ্যাপ আনইন্সটল করা যাবে না। এ ছাড়া বারবার টু-ফ্যাক্টর অথেনটিকেশনের কোড না দেওয়ার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি অ্যাপের ডেটা ক্লিয়ার না করার পরামর্শ দিয়েছেন।


প্রজন্মনিউজ২৪/এএন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ