নোবিপ্রবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২০ ০৫:৫০:৩৫ || পরিবর্তিত: ০৬ অক্টোবর, ২০২০ ০৫:৫০:৩৫

নোবিপ্রবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

নোবিপ্রবি প্রতিনিধি: শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বববিদ্যালয়ে ( নোবিপ্রবি)  আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবীতে  ৬ অক্টোবর ২০২০ বেলা ১১:০০টায় নোবিপ্রবি শহীদ মিনার প্রাঙ্গণে বিশ্বববিদ্যালয়ের শিক্ষক প্যানেল নীল দল  অবস্থান কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

অবস্থান কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশের সাথে একাত্মতা ঘোষণা করে নোবিপ্রবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দও নীল দলের কর্মসূচীতে অংশগ্রহণ করেন। উক্ত সভায় অস্থায়ী শিক্ষকবৃন্দের পাশাপাশি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও নীল দলের সদস্যবৃন্দ মন্ত্রণালয় কর্তৃক আরোপিত নিষধাজ্ঞাকে অযৌক্তিক ব্যাখ্যা করে তা অবিলম্বে প্রত্যাহারের দাবী করেন।

সমাবেশে বক্তারা বলেন, বিশ্বববিদ্যালয়ের শিক্ষকগণ দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে সর্বোচ্চ মেধার পরিচয় দিয়ে এই প্রতিষ্ঠানের প্রয়োজনে  বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান করেছেন এবং অত্যন্ত দক্ষতার সাথে শিক্ষার্থীদের শিক্ষাদান করছেন।

অত্যান্ত  পরিতাপের বিষয় এই যে, নিয়োগ কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকায় বিশ্ববিদ্যালয়ের কর্মরত ৬০ জন অস্থায়ী শিক্ষককে স্থায়ী করা যাচ্ছে না। ইতোমধ্যে অনেক শিক্ষকের পরবর্তী পদে পদোন্নতির সময়ও প্রায় ১ বছর অতিক্রান্ত হয়েছে। তাদের পরে স্থায়ী পদে নিযুক্ত শিক্ষকগণও পদোন্নতি পেয়ে যাওয়ায় শিক্ষকদের মাঝে একধরণের বৈষম্য দেখা যাচ্ছে।

এছাড়াও অনেকগুলো বিভাগেই পর্যাপ্ত শিক্ষক নেই, মাত্র ২ জন শিক্ষক দিয়ে ২টি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চলছে। ফলে মানসম্মত পাঠদান সম্ভব হচ্ছে না এবং শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। নতুন নিয়োগ বন্ধ থাকায় বিভাগ পরিচালনায় পর্যাপ্ত শিক্ষক নেই বলে অনেক বিভাগের শিক্ষকরা উচ্চশিক্ষার জন্য শিক্ষাছুটিতে যেতে পারছেন না।

এতে করে শিক্ষকদের মাঝে উচ্চশিক্ষা জনিত একধরণের অনিশ্চয়তা পরিলক্ষিত হচ্ছে। এমনকি অনেক শিক্ষক বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেয়ে অস্থায়ী হওয়ার কারনে অংশগ্রহণ থেকে বিরত থাকতে হচ্ছে। ফলে শিক্ষকগণ হতাশায় আচ্ছন্ন থেকে শিক্ষা কার্যক্রমে পুরোপুরি মনোযোগী হতে পারছেন না। এমতাবস্থায় আজকের কর্মসূচী হতে আগামী ১৫ দিনের মধ্যে নিয়োগ নিষেধাজ্ঞা প্রত্যাহার করার অনুরোধ করা হয় নচেৎ কঠোর কর্মসূচীর ঘোষণা দেওয়া হয় এবং বলা হয় ১৫ দিনের মধ্যে শিক্ষক নিয়োগ নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে প্রয়োজনে সবকিছু তালাবদ্ধ করে দেওয়া হবে।

উক্ত অবস্থান কর্মসূচীতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক  ড. সেলিম হোসেন, শিক্ষক সমিতি-২০২০ এর সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এবং সাধারণ সম্পাদক জনাব মো: মজনুর রহমান। উক্ত অবস্থান কর্মসূচীতে সভাপতিত্ব করেন নীল দলের সভাপতি অধ্যাপক ড. ফিরোজ আহমেদ,  অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নীল দলের সাধারণ সম্পাদক  বিপ্লব মল্লিক। 

প্রজন্মনিউজ২৪/এমএস

 

এ সম্পর্কিত খবর

তীব্র গরমে ঢাকার বাতাসের কী খবর

হাবিপ্রবি সংশ্লিষ্ট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বাঁচবে হাজারও কোটি টাকার সম্পদ

সরদার পাড়া দারুল কোরআন মডেল মাদ্রাসার পরিক্ষার ফল প্রকাশ

৭ দাবিতে কুবি’র তিন দপ্তরে শিক্ষক সমিতির তালা

চলতি বছর পবিত্র হজ্জ পালনের অনুমতি দেওয়া শুরু করেছে সৌদি আরব

ইসরায়েল থেকে বিনিয়োগ প্রত্যাহারের দাবিতে মার্কিন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ

বশেমুরবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined index: category

Filename: blog/details.php

Line Number: 417

Backtrace:

File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler

File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view

File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view

File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once

বিভাগের সর্বাধিক পঠিত

আরো সংবাদ














ব্রেকিং নিউজ