নারায়ণগঞ্জে লিটন হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী, ২০১৯ ০৩:৩৩:১৫

নারায়ণগঞ্জে লিটন হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

 

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকার লিটন নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগে তিনজনকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত।

বুধবার ২৭ ফেব্রুয়ারি দুপুরে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত দায়রা জজ আদালত-২ এর বিচারক রাজিয়া সুলতানা ১১ জন সাক্ষীর সাক্ষী ও জেরা শেষে এ রায় প্রদান করেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রফিক, হাবিব ওরফে কাউসার ওরফে হাবলা ও শরীফ মিয়া।তাদের মধ্যে শরীফ মিয়া রায় ঘোষণার সময়ে পলাতক ছিলেন।

অতিরিক্ত পিপি ফজলুর রহমান জানান,২০১০ সালের ১ ডিসেম্বর তিন আসামি লিটনকে পূর্ব শত্রুতার জের ধরে নিতাইগঞ্জ মন্দিরের সামনে থেকে ডেকে নিয়ে খালঘাটের এক পরিত্যক্ত বাড়ির ছাদে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় পরদিন নিহতের বড় ভাই সিরাজ মিয়া বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।এ ঘটনায় আসামি রফিক ও হাবিব আদালতে ঘটনা বর্ণনা করে দোষ স্বীকার করে জবানবন্দি দেন।

আদালতে বাদি সিরাজ মিয়া, ম্যাজিষ্ট্রেট শরিফুর রহমান ও বজলুর রহমান, ময়নাতদন্তকারী চিকিৎসক আব্দুল জলিল, তদন্তকারী কর্মকর্তা কেএম সোহেল রানাসহ ১১ জন সাক্ষির জবানবন্দী ও জেরা রেকর্ড করা হয়।

আদালত হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে ৩ জনকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার রায় প্রদান করেন

প্রজন্মনিউজ২৪/মামুন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ